• খরচের হিসেব দেয়নি যে পুজো কমিটিগুলি তারা অনুদান পাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের
    বর্তমান | ২৭ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোয় ক্লাব-পুজো কমিটিগুলিকে রাজ্যের আর্থিক অনুদান দেওয়া নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ, বুধবার আদালতের তরফে জানানো হয়েছে, যে সব দুর্গাপুজো কমিটি খরচের হিসেব দেয়নি, তারা অনুদান পাবে না। এদিন বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ জানায়, আদালতের আগের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের মধ্যে যে সব পুজো কমিটি খরচের হিসেব সংক্রান্ত সার্টিফিকেট দিয়েছে, তারাই অনুদান পাবে। এছাড়াও পুজোর ছুটির এক মাসের মধ্যে খরচের হিসেব সংক্রান্ত ‘ইউটিলাইজেশন সার্টিফিকেট’ নিয়ে রাজ্যকে রিপোর্ট দিতে হবে।যদিও এদিন রাজ্য জানিয়েছে, মোট ৪১,৭৯৫টি ক্লাবের মধ্যে তিনটি ক্লাব খরচের হিসেব দেয়নি। ওই তিনটি ক্লাবই শিলিগুড়ির পুলিস কমিশনারেট এলাকার। চলতি বছর রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে বিদ্যুতের বিলে ৮০ শতাংশ ছাড়। এ ছাড়াও ফায়ার লাইসেন্স-সহ একাধিক অনুমতির ক্ষেত্রে সরকারি ফি মকুব করা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)