• হকারদের ঘাড়ধাক্কা, মার! আরপিএফের বিরুদ্ধে বিক্ষোভ হাওড়া-বর্ধমান শাখায় 
    প্রতিদিন | ২৭ আগস্ট ২০২৫
  • সুমন করাতি, হুগলি: চলন্ত ট্রেনে হকারদের হেনস্তা! ট্রেন থেকে নামিয়ে গালিগালাজ, টানাটানি এমনকী মারধরের অভিযোগ আরপিএফের বিরুদ্ধে। একাধিক জায়গায় হকারদের আটক। বাঙালি বলে হকারদের হেনস্তা করা হয়েছে বলেও অভিযোগ। প্রতিবাদে হুগলির মানকুণ্ডু স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ জাতীয় বাংলা সম্মেলন হকারদের সংগঠনের। অবশেষে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে হকারদের ছাড়ার প্রতিশ্রুতিতে ওঠে অবোরধ। চরম দুর্ভোগে যাত্রী সাধারণ।

    সকাল ১০টা নাগাদ হাওড়া বর্ধমান মেন শাখায় হকারদের চলন্ত ট্রেনে আরপিএফ জরিমানা করা হয় বলে অভিযোগ। শেওড়াফুলি ব্যান্ডেল এবং বালিতে বেশ কয়েকজন হকারকে আটকও করা হয় বলে দাবি। এমনকী গালিগালাজ, মারধর, মহিলা হকারদের হেনস্তার মতো গুরুতর অভিযোগস উঠেছে আরপিএফের বিরুদ্ধে।জাতীয় বাংলা সম্মেলন হকার সংগঠনের দাবি, বালিতে ১৫জন, ১৬জন ব্যান্ডেলে ও ১২জন হকারকে আটক করা হয়েছে। সঙ্গে তাঁদের জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ।

    হকারদের নির্শত মুক্তির দাবিতে দুপুর ১২টা থেকে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন হকাররা। জাতীয় বাংলা সম্মেলন হকারদের সংগঠনের পক্ষ থেকে হিমাদ্রি বটব্যাল বলেন, “আমাদের হকার ভাইদের হেনস্তা, মারধর করা হয়েছে। ওদের আটক করেছি আরপিএফ। আমরা নির্শত মুক্তির কথা বলেছি। স্থানীয় প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছে ওঁদের ছেড়ে দেওয়া হবে। কয়েকজনকে ছাড়া হয়েছে শুনেছি। অবরোধ তুলছি ঠিকই। কিন্তু শুধুমাত্র বাঙালি বলে এই হেনস্তা মেনে নেওয়া হবে না। আগামিদিনে এই রকম হলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।”
  • Link to this news (প্রতিদিন)