• সম্পত্তি নিয়ে বিবাদ, বর্ধমানে পেট্রল ঢেলে বাড়িতে আগুন দিল ছেলে! মৃত্যু সৎ মায়ের
    প্রতিদিন | ২৭ আগস্ট ২০২৫
  • অর্ক দে, বর্ধমান: নৃশংস ঘটনা। রাতের অন্ধকারে নিজের বাড়িই পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দিল গুণধর ছেলে। আগুনে পুড়ে মৃত্যু হল সৎ মায়ের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই গুণধরের বাবা, সৎ ভাইবোন। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। মৃতার নাম সন্ধ্যা মিস্ত্রি। সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে।

    খণ্ডঘোষ থানার উদয়কৃষ্ণপুরের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা কৃষ্ণপদ মিস্ত্রির। তাঁর প্রথমপক্ষের সন্তান বাবলু মিস্ত্রি। কৃষ্ণপদ দ্বিতীয় বিয়ে করেছিলেন। দ্বিতীয়পক্ষের স্ত্রী সন্ধ্যা, ও দুই সন্তান বাদল, সুমিত্রা। মঙ্গলবার রাতে বাবলু নিজের বাড়িতেই পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। সেসময় বাড়ির ভিতর ঘুমোচ্ছিলেন বাবা-সৎ মা, সৎ ভাইবোন। বাড়ির ভিতরেই আটকে পড়েছিলেন সকলে। আগুনে জখম হন অভিযুক্তও।

    আগুন দেখে প্রতিবেশীরা ছুটে আসেন সেখানে। আগুন নেভানোর চেষ্টা করা হয়। একে একে বাড়ির ভিতর থেকে বার করে আনা হয় পরিবারের সদস্যদের। প্রত্যেককেই দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই মৃত্যু হয় অভিযুক্তের সৎ মা সন্ধ্যা মিস্ত্রির। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। আগুন লাগানোর পর পালানোর চেষ্টা করেছিল বাবলু মিস্ত্রি। স্থানীয়রাই তাকে পাকড়াও করে ফেলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় খণ্ডঘোষ থানার পুলিশ। রাতেই অভিযুক্তকে পাকড়াও করে থানায় নিয়ে যান তদন্তকারীরা। ঘটনার গুরুত্ব বুঝে এলাকায় যান এসডিপিও অভিষেক মণ্ডল। এদিন সকালেও এলাকায় পুলিশ ছিল। পোড়া বাড়ির বিভিন্ন অংশ থেকে নমুনা সংগ্রহ করেছে পুলিশ। তদন্তের জন্য বাড়িটিকে ঘিরে রাখা হয়েছে।

    জেরায় বাবলু স্বীকার করেছে, সেই বাড়িতে পেট্রল ঢেলে আগুন লাগিয়েছে। এমনই জানিয়েছেন তদন্তকারীরা। কিন্তু কেন এমন কাজ করল ওই যুবক? বাবা- সৎ মায়ের সঙ্গে বাবলুর সম্পত্তি ভাগাভাগি-সহ একাধিক পারিবারিক বিষয় নিয়ে গণ্ডগোল চলছিল বলে পুলিশ জানতে পেরেছে। তার জেরেই কি এই নৃশংস ঘটনা ঘটাল ছেলে? সেই কথা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
  • Link to this news (প্রতিদিন)