বিধান নস্কর, দমদম: বাগুইআটির পুকুরে হাবড়ার ব্যবসায়ীর দেহ! ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু কীভাবে মৃত্যু? খুন নাকি আত্মহত্যা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃত ব্যবসায়ীর নাম বিশ্বজিৎ সাহা। পেশায় ফল বিক্রেতা। ভিআইপির রঘুনাথপুরে ফলের দোকান তাঁর। জানা গিয়েছে, সোমবার শেষ দোকানে গিয়েছিলেন তিনি। মঙ্গলবার দোকানে যাননি বিশ্বজিৎ। কর্মচারীরাই ছিলেন। বাড়িও ফেরেননি যুবক। ফলে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা। একাধিক জায়গায় খোঁজ নিলেও কোনও লাভ হয়নি। এরপর বুধবার সকালে দোকানের সাতশো মিটার দূরের পুকুরে একটি দেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। এরপরই পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। দেখা যায়, দেহটি ফল ব্যবসায়ী বিশ্বজিতের। এরপরই দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের পায়ের আঙুলে গভীর ক্ষত রয়েছে। কিন্তু কীভাবে মৃত্যু, খুন নাকি কোনওভাবে নিজেই পুকুরে পড়ে গিয়েছিলেন তা স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। তদন্তের স্বার্থে মৃতের পরিবার ও কর্মচারীদের সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছে পুলিশ।