• সোনার দোকানে চুরির উদ্দেশ্যে জড়ো হওয়া চার দুষ্কৃতী গ্রেপ্তার
    বর্তমান | ২৮ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: সোনার দোকানে চুরির উদ্দেশ্যে জড়ো হওয়া চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ময়নাগুড়ি থানার পুলিস। ধৃতদের কাছ থেকে বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতরা হল টেকাটুলির ভাষ্কর রায়, বাংলার ঝাড়ের নীতিশ রায়, শিঙিমারির প্রীতম রায় এবং পাইটকাখোঁচার বাসিন্দা ফজরুল হক। 

    মঙ্গলবার রাত প্রায় পৌনে ২টো নাগাদ ময়নাগুড়ি রোডের ফ্লাইওভারের নীচে অন্ধকারে বেশ কয়েকজন জড়ো হয়েছে বলে পুলিসের কাছে খবর আসে। এরপরই পুলিস অভিযান চালায়। পুলিসকে দেখে বেশ কয়েকজন পালিয়ে গেলেও, চারজন ধরা পড়ে যায়। তদন্তকারী পুলিস আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তরা স্বীকার করেছে তাদের সঙ্গে আরও বেশ কয়েকজন রয়েছে। রোড এলাকার একটি সোনার দোকানকে তারা টার্গেট করেছিল। সেই দোকানে চুরির উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল। তদন্তকারী অফিসার জানিয়েছেন, অপরাধমূলক কাজকর্ম করার জন্যই এরা জড়ো হয়েছিল। পলাতক দুষ্কৃতীদের খোঁজ চলছে। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)