পুজোর আগেই শর্তসাপেক্ষে খুলছে কলকাতার রুফটপ রেস্তরাঁ, অগ্নিকাণ্ড রুখতে সতর্ক রাজ্য
প্রতিদিন | ২৮ আগস্ট ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আগে শর্তসাপেক্ষে খুলছে কলকাতার রুফটপ রেস্তরাঁ। তবে কোনও রুফটপ রেস্তরাঁ থেকে যাতে অগ্নিকাণ্ড না ছড়ায় তাই একগুচ্ছ সতর্কতামূলক পদক্ষেপ করেছে রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কড়া বার্তা, “মানুষের প্রাণের বিনিময়ে ব্যবসা চলতে পারে না। ছাড়পত্র চাইলে নিয়ম মানতেই হবে।”
বুধবার ফিরহাদ হাকিম বলেন, “ছাড়পত্র চাই? তা হলে অগ্নি নিরাপত্তা আগে। নতুন করে আমরা কোনও রেস্তরাঁর অনুমোদন দিচ্ছি না। তবে যেগুলি ছিল, সেগুলি পুজোর আগেই চালু হবে।তবে রুফটপ চালু করা হলেও মানতে হবে একাধিক শর্ত। মোট রুফটপের ৫০ শতাংশ খালি রাখতে হবে। যেদিকে হাইড্রোলিক ল্যাডার ঢুকবে রেস্তরাঁর সেই দিকে ৫০ শতাংশ এলাকা খালি রাখতে হবে, যাতে উদ্ধারকাজ করা যায়। মানুষকে বাঁচাতে যা যা প্রয়োজনীয় প্রস্তুতি রাখা দরকার, তা রাখতে হবে। রাখতে হবে প্রয়োজনীয় অগ্নি নির্বাপণ ব্যবস্থা।” সেই সংক্রান্ত কাগজপত্র জমা দিতে হবে সংশ্লিষ্ট দপ্তরে। এরপর স্বাধীন একটি সংস্থাকে দিয়ে অডিট করা হয় ওই রুফটপ রেস্তরাঁ। রাজ্য প্রশাসনের দেওয়া শর্তের সঙ্গে মিললে তবেই চলবে রুফটপ রেস্তরাঁ। নইলে বাতিল হবে লাইসেন্স। পাকাপাকিভাবে ওই রুফটপ রেস্তরাঁকে বন্ধ করে দেওয়া হবে।
উল্লেখ্য, বড়বাজারের মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যুর পরই নড়েচড়ে বসে প্রশাসন। বহুতলের ছাদ বিক্রি করা যাবে না, রুফটপ রেস্তরাঁ বন্ধ রাখার কথাও ঘোষণা করা হয়। অগ্নিনির্বাপণ বিধি তৈরির জন্য মুখ্যসচিব মনোজ পন্থ ‘ফায়ার সেফটি অ্যান্ড রেগুলেটরি কমপ্লায়েন্স’ বিজ্ঞপ্তি জারি করে দু’টি কমিটি গঠনের নির্দেশ দেন। কলকাতার মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ছাড়াও ১৫ সদস্যের কমিটিতে রয়েছেন বিদ্যুৎ ও আবাসনমন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খান-সহ এই বিভাগগুলির প্রধান সচিব, এডিজি (আইনশৃঙ্খলা), পুর কমিশনার এবং কলকাতার পুলিশ কমিশনার প্রমুখ। এবার রুফটপ রেস্তরাঁ নিয়ে আরও বড় পদক্ষেপের পথে রাজ্য প্রশাসন।