• বর্ধমান হরিসভার শতবর্ষে ডাকবিভাগের বিশেষ উদ্যোগ, প্রকাশিত হলো স্পেশাল কভার
    এই সময় | ২৮ আগস্ট ২০২৫
  • বর্ধমান হরিসভার শতবর্ষ উদযাপনে বিশেষ উদ্যোগ নিল ডাকবিভাগ। বুধবার প্রকাশিত হলো স্পেশাল কভার। উপস্থিত ছিলেন হরিসভার সম্পাদক সুব্রত রায়, বর্ধমান ডাক বিভাগের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট ইন্দ্রদ্যুম্ন মোহান্তি প্রমুখ।

    বর্ধমান হরিসভা বর্ধমানের একটি সুপ্রাচীন প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের শতবর্ষ উদযাপন চলছে। ধার্মিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক উদ্যোগের সঙ্গেও জড়িয়ে রয়েছে হরিসভা। নারীশিক্ষার প্রসারে স্কুল তৈরি করেছে। সেই বিদ্যালয়ও পা দিয়েছে ৯০ বছরে।

    হরিসভার শতবর্ষ উদযাপনেই ভারতীয় ডাকবিভাগের উদ্যোগে প্রকাশিত হলো বর্ধমান হরিসভার নামাঙ্কিত ডাকটিকিট। আগামী দিনে সারা ভারতবর্ষের ডাকঘরে পাওয়া যাবে এই ডাকটিকিট।

  • Link to this news (এই সময়)