কলকাতা থেকে মফস্বল, বনেদি বাড়ি থেকে কলকাতার নামী পুজো, ঘুরিয়ে দেখানোর জন্য বিশেষ ব্যবস্থা পরিবহন দপ্তরের...
আজকাল | ২৮ আগস্ট ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র এক মাস। তারপরেই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। পাড়ায় পাড়ায় এবং মণ্ডপে মণ্ডপে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। এই পুজো যাতে সর্বসাধারণের পুজো হয়ে উঠতে পারে সেবিষয়ে এগিয়ে এসেছে রাজ্য পরিবহন দপ্তরও। বুধবার এই উৎসবকে কেন্দ্র করে দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ঘোষণা করেছেন তাঁদের একগুচ্ছ পরিকল্পনার কথা।
পুজো মানেই কেনাকাটা। নতুন জামা বা নতুন শাড়িতে নিজেকে অন্যভাবে তুলে ধরা। শহরতলী বা গ্রাম থেকে বহু লোক বহু মানুষ শহরে আসেন কেনাকাটা করতে। এই ক্রেতাদের কথা ভেবে চালানো হবে 'শপিং স্পেশাল বাস'। হাওড়া ও শিয়ালদহ স্টেশনে এই বাসের পরিষেবা পাওয়া যাবে। সেইসঙ্গে এবারও থাকছে রাতের জন্য 'নাইট সার্ভিস বাস'। যা পৌঁছে দেবে শিয়ালদহ ও হাওড়ায়।
থিম পুজোরই রমরমা থাকে দুর্গাপুজোয়। কিন্তু অনেকেই ফিরতে চান সেই বনেদিয়ানায়। দেখতে চান সাবেকি সেই বনেদি বাড়ির পুজো। এঁদের কথা মাথায় রেখে বিশেষ শীতাতপনিয়ন্ত্রিত বাসের ব্যবস্থা করেছে পরিবহন দপ্তর। সকাল আটটায় এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাস থেকে যাত্রা শুরু করবে এই বনেদি বাড়ির পুজো পরিক্রমার বাস। সপ্তমী থেকে নবমী এই বিশেষ বাস চলাচল করবে। প্রাপ্তবয়স্ক ও শিশুদের জন্য এই বাসের আলাদা আলাদা ভাড়ার ব্যবস্থা করা হয়েছে। পর্যটকদের জন্য থাকছে প্রাতরাশ ও দুপুরের খাবারের ব্যবস্থা।
শহরতলীর লোকজনও যাতে কলকাতায় বনেদি বাড়ির পুজোর স্বাদ নিতে পারেন সেকথা ভেবে বারাসত থেকে উত্তর কলকাতার মধ্যে বিশেষ বাস চালাবে পরিবহন দপ্তর। বারাসত কলোনী মোড় থেকে সকাল আটটায় যার যাত্রা শুরু হবে। এই বাসেও থাকবে প্রাতরাশ এবং দুপুরের খাওয়ার ব্যবস্থা। প্রাপ্তবয়স্ক ও শিশুদের ভাড়া আলাদা। স্থলপথে পুজো পরিক্রমার পাশাপাশি জলপথেও থাকছে পুজো পরিক্রমার সুযোগ। এর জন্য মিলেনিয়াম পার্ক থেকে বিশেষ লঞ্চ ছাড়বে সকাল ১১টায়। হাওড়া জেটি হয়ে আহিরীটোলা ঘাটে পৌঁছনোর পর সেখান থেকে শীততাপনিয়ন্ত্রিত বাসে উঠবেন পর্যটকরা। এক্ষেত্রেও প্রাপ্তবয়স্ক ও শিশুদের ভাড়া আলাদা। যারা কলকাতায় বিলাসবহুল বাসে চেপে পুজো পরিক্রমা করতে উৎসাহী তাঁদের জন্যও থাকছে পরিবহন দপ্তরের বিশেষ বাস। এই বাসে চেপে ঘুরে দেখা যাবে একডালিয়া সিংহী পার্ক, বাদামতলা আষাঢ় সংঘ বা অন্যান্য বেশ কয়েকটি নামকরা পুজো।
পুজোয় অনেকেই পছন্দ করেন শহর থেকে দূরে মফস্বলের পুজো দেখতে। সপ্তমী থেকে নবমী এসপ্ল্যানেড থেকে ধান্যকুড়িয়া ও আড়বালিয়ায় যা কলকাতা থেকে ৭৫ কিলোমিটার দূরে সেখানেও নিয়ে যাবে পরিবহন দপ্তরের বিশেষ বাস। এর পাশাপাশি জয়রামবাটী ও কামারপুকুরেও পুজোর মধ্যে ঘুরে আসা যাবে। তবে ৫ বছরের নিচে কোনো শিশুরই ভাড়া লাগবে না।