চার নতুন বিভাগে পড়াশোনা শুরু করতে কমিশনের অনুমতির অপেক্ষা
বর্তমান | ২৮ আগস্ট ২০২৫
নির্মাল্য সেনগুপ্ত, মালদহ: মালদহ মেডিক্যাল কলেজে এবার স্নাতকোত্তর স্তরে মেডিসিন, সার্জারি, অপথালমোলজি, বায়োকেমিস্ট্রি পড়ার সুযোগ পেতে পারেন ডাক্তারি পড়ুয়ারা। তার জন্য শুরু হয়েছে তোড়জোড়। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ নতুন চারটি বিভাগে পড়ানোর জন্য ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (এনএমসি)) কাছে আবেদন জানিয়েছে। সবকিছু ঠিকমতো এগলে, নতুন শিক্ষাবর্ষেই স্নাতকোত্তরে বা পিজি কোর্সে এই বিভাগগুলিতে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা।
২০১১ সালে মেডিক্যাল কলেজের পথ চলা শুরু। যেখানে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পঠনপাঠন চলছে। স্নাতকস্তরে ১২৫ টি আসনে পঠনপাঠন চলে। পিজি কোর্সে ১৪টি আসনে গাইনি, মাইক্রোবায়োলজি, পেডিয়াট্রিক বিভাগে পঠনপাঠন শুরু হয়েছে। এবার তালিকায় যুক্ত হতে পারে মেডিসিন, সার্জারি, অপথালমোলজি, বায়োকেমিস্ট্রি পঠনপাঠন। নতুন চারটি বিভাগে আসন সংখ্যা হতে পারে ২০টি। মেডিসিনে ৬, সার্জারিতে ৬, অপথালমোলজি ও বায়োকেমিস্ট্রিতে চারটি করে আসন চালু হতে পারে। এখন অপেক্ষা এনএমসির সবুজ সঙ্কেতের।
ইতিমধ্যে বায়োকেমিস্ট্রি বিভাগ চালু করার জন্য বিশেষজ্ঞ কমিটি মেডিক্যাল কলেজের পরিকাঠামো পরিদর্শন করে গিয়েছে। কর্তৃপক্ষের আশা, বাকি তিনটি বিষয়ের ক্ষেত্রে শীঘ্রই পদক্ষেপ করবে এনএমসি।
মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পার্থপ্রতীম মুখোপাধ্যায় বলেন, মেডিক্যাল কলেজে চিকিৎসা পরিষেবার পাশাপাশি পঠনপাঠনের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্নাতকোত্তর স্তরে বিভিন্ন বিভাগে ৮৪ টি আসনে পঠনপাঠন চালু করার পরিকল্পনা রয়েছে। কয়েক বছর তার জন্য চেষ্টা চলছে। মেডিক্যাল কলেজে গাইনি বিভাগে ৬টি, মাইক্রোবায়োলজিতে ৩টি এবং ৫টি পেডিয়াট্রিক আসনে পঠনপাঠন চলছে।
তাঁর সংযোজন, স্নাতকোত্তর স্তরে চারটি বিভাগে পড়ানো শুরু করতে চাই। তার জন্য চেষ্টা শুরু হয়েছে। পরিকাঠামো তৈরির কাজ শেষ হয়ে এসেছে। কাউন্সিল বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখে অনুমোদন দিলেই পঠনপাঠন অনায়াসে শুরু করা যাবে।