• ‘ঐক্যশ্রী’র টার্গেটে পৌঁছতে পারল না শিলিগুড়ি, দু’মাসে আবেদন ৮৬৬২
    বর্তমান | ২৮ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মাত্র চারদিন। তারপরই শেষ হবে আবেদনের সময়সীমা! তা হলেও সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রকল্প ঐক্যশ্রীতে আবেদনের টার্গেট পূরণ হয়নি শিলিগুড়িতে। প্রশাসন সূত্রের খবর, দু’মাসে মহকুমায় ঐক্যশ্রী স্কলারশিপ প্রকল্পে আবেদনের সংখ্যা ৮ হাজার ৬৬২টি। যা টার্গেটের থেকে ৩ হাজার ৩০০টি আবেদন কম। এনিয়ে মহকুমা প্রশাসনের একাংশ রীতিমতো উদ্বিগ্ন। তারা সংশ্লিষ্ট প্রকল্পের আবেদনের সময়সীমা বাড়ানোর প্রস্তাব রাজ্য সরকারকে দিয়েছে। 

    শিলিগুড়ির সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের এডুকেশন সুপারভাইজার মহম্মদ সাহানওয়াজ বলেন, সংশ্লিষ্ট প্রকল্প নিয়ে সর্বত্র প্রচার অভিযান চলছে। তা হলেও গত বছরের তুলনায় সামান্য কিছু আবেদন কম পড়েছে। এজন্যই সংশ্লিষ্ট প্রকল্পের আবেদনের মেয়াদ বাড়ানোর আর্জি রাজ্য সরকারের কাছে জানানো হয়েছে। রাজ্য সরকার ওই আর্জি মানলেই আবেদন গত বছরের তুলনায় বেশি হবে। 

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পগুলির মধ্যে ঐক্যশ্রী অন্যতম। পাঁচটি স্কলারশিপ স্কিম একছাতার তলায় এনে ওই প্রকল্প চালু করা হয়। সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম প্রকল্পটি নিয়ন্ত্রণ করছে। গত ১ জুলাই থেকে সংশ্লিষ্ট প্রকল্পের আবেদন গ্রহণ শুরু হয়েছে। তা ৩১ আগস্ট পর্যন্ত চলবে। এখনও পর্যন্ত শিলিগুড়ি মহকুমায় সংশ্লিষ্ট প্রকল্পে আবেদন দাখিলের হার গত বছরের তুলনায় কম। কিন্তু, কেন? এনিয়ে বিভিন্ন মহলের বক্তব্য, এবার বিভিন্ন কলেজে ছাত্র ভর্তির প্রক্রিয়া কিছুটা দেরিতে শুরু হয়েছে। 

    তাছাড়া, সংশ্লিষ্ট প্রকল্প নিয়ে প্রচারেও ঘাটতি রয়েছে বলে অভিযোগ। সম্ভবত এসবের জন্যই সংশ্লিষ্ট প্রকল্পে আবেদন কম পড়েছে। সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের আধিকারিকরা অবশ্য বলেন, প্রকল্পটি নিয়ে প্রচারে কোনও ঘাটতি নেই। এ ব্যাপারে বিভিন্ন এলাকায় লিফলেট বিলি করা হয়েছে। দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান ক্যাম্পেও প্রচার চলছে। আবেদন না পড়ার পিছনে অন্য কী কারণ আছে, তা জানার চেষ্টা চলছে। 

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট প্রকল্পের অধীনে প্রি-ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক, মেরিট কাম মিনস, টিএসপি এবং এসভিএমসিএম স্কলারশিপ স্কিম রয়েছে। ২০২৪-’২৫ অর্থবর্ষে মহকুমায় সংশ্লিষ্ট পাঁচটি স্কিমের সুযোগ পেয়েছেন প্রায় ১২ হাজার ১৪ জন ছাত্রছাত্রী। তাই ২০২৫-’২৬ অর্থবর্ষে মহকুমায় ঐক্যশ্রী প্রকল্পে আবেদন টার্গেট নির্ধারণ করা হয় ১২ হাজার। কিন্তু এখনও পর্যন্ত আবেদনের সংখ্যা ৮ হাজার ৬৬২টি। 

    এরমধ্যে ফাঁসিদেওয়া ব্লকে আবেদনের সংখ্যা সর্বাধিক, ৫ হাজার ২১৯টি। দ্বিতীয় স্থানে শিলিগুড়ি পুরসভা। এখানে আবেদনের সংখ্যা ১ হাজার ৬৪৩টি। এরবাইরে নকশালবাড়িতে ৭৩৫টি, খড়িবাড়িতে ৫৩৪টি এবং মাটিগাড়ায় ৫৩১টি আবেদন পড়েছে। আবেদন গ্রহণের আর্জি বাড়লেই সেই সংখ্যা বাড়বে বলেই সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের প্রত্যাশা।
  • Link to this news (বর্তমান)