• বাজার চাঙ্গা করতে কৃষকদের কাছ থেকে ফের আলু কেনা শুরু
    বর্তমান | ২৮ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পুজোর মুখে যাতে বাজার চাঙ্গা হয়, সেই লক্ষ্যে কৃষকদের কাছ থেকে ফের আলু কেনা শুরু করল রাজ্য। বুধবার চলতি বাজার দরে জলপাইগুড়িতে বেশকিছু কৃষকের কাছ থেকে জ্যোতিআলু কেনে কৃষি বিপণন দপ্তর। ওই আলু সুফল বাংলার মাধ্যমে বিক্রি করা হবে। বাকিটা সরবরাহ করা হবে মিড ডে মিলের জন্য। 

    এদিকে, এর আগে কৃষকের কাছ থেকে কেনা লালআলু পাহাড়ে পাঠানো শুরু হল। এদিন রেড হল্যান্ড ভ্যারাইটির প্রায় দেড় মেট্রিক টন আলু জলপাইগুড়ি থেকে কালিম্পংয়ে পাঠিয়েছে কৃষি বিপণন দপ্তর। এখনও কিছুটা লালআলু জলপাইগুড়ি জেলা কৃষি বিপণন দপ্তরের কাছে রয়েছে। ওই আলু ফুরিয়ে গেলে ফের কৃষকদের কাছ থেকে জ্যোতিআলুর মতো লালআলুও কেনা হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ির সহকারী কৃষি বিপণন অধিকর্তা দেবাঞ্জন পালিত। তিনি বলেন, আলুর বাজার কিছুটা থমকে রয়েছে। তাছাড়া সামনে পুজো। ফলে এসময় যাতে বাজার একটু চাঙ্গা হয়, সেই লক্ষ্যে কৃষকদের কাছ থেকে ফের আলু কিনছি আমরা। বাজারদরে এদিন জলপাইগুড়ির বেশকিছু কৃষকের কাছ থেকে আলু কেনা হয়েছে। এছাড়া এর আগে কৃষকের কাছ থেকে কিনে রাখা লালআলু এদিন কালিম্পংয়ে পাঠানো হয়েছে। 

    সুফল বাংলার স্টলের মাধ্যমে বিক্রির পাশাপাশি জলপাইগুড়ি জেলায় মিড ডে মিলের জন্য আলু সরবরাহ শুরু হয়েছে বলে জানিয়েছেন সহকারী কৃষি বিপণন অধিকর্তা। তিনি বলেন, চলতি সপ্তাহেই আমরা কিছুটা পরিমাণ আলু মিড ডে মিলের জন্য সরবরাহ করেছি। তবে আগামী সপ্তাহে বেশি পরিমাণ আলু মিড ডে মিলে সরবরাহের জন্য বরাত এসেছে। বাজারের থেকে কম দামে আমরা স্কুলগুলিকে মিড ডে মিলের জন্য আলু দিচ্ছি। তিনি বলেন, সরকারি হোম, হস্টেল, সংশোধনাগারের খাবার দেওয়ার জন্য যাতে আলু সরবরাহ করা যায়, তার চেষ্টা চলছে। 

    জলপাইগুড়ি জেলায় আগেই কৃষি বিপণন দপ্তরের মাধ্যমে কৃষকদের কাছ থেকে প্রায় ৮০০ মেট্রিক টন আলু কিনেছিল রাজ্য।
  • Link to this news (বর্তমান)