• সরানো হল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যকে
    বর্তমান | ২৮ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, মালদহ: মাত্র ১৭ মাসের মাথায় ফের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যকে সরানো হল। মঙ্গলবার রাতে অধ্যাপক পবিত্র চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার নির্দেশ পাঠায় রাজভবন। অন্য কাউকে দায়িত্ব না দেওয়ায় এই মুহূর্তে অভিভাবকহীন বিশ্ববিদ্যালয়।

    তাৎপর্যপূর্ণভাবে, তার আগে উপাচার্যের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক রজতকিশোর দে’কে গত বছর মার্চে সরিয়ে দেয় রাজভবন। দু’মাস তিনি কাজ চালিয়ে যাওয়ার পর মে-তে ওই পদে পবিত্রকে বসিয়েছিল রাজভবনই।

    এদিন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস বলেন, রাজভবন থেকে নির্দেশ এসেছে। উপাচার্যের যে দায়িত্ব অধ্যাপক পবিত্র চট্টোপাধ্যায়কে দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে  চিঠিতে বলা হয়েছে। উপাচার্য বুধবার সকালে বিষয়টি আমাকে জানিয়েছেন।

    বিশ্বজিতের বক্তব্য,তিনি উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিলের অনুমোদন ছাড়া ‘রিলিজ’ দিতে পারেন না। বিষয়টি রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশের অপেক্ষায় রয়েছেন তিনি।
  • Link to this news (বর্তমান)