নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: এক ক্রেতাকে ভুল জিনিস দেওয়ায় কর্মীর গায়ে গরম তেল ছোড়ার অভিযোগ উঠল দোকানের দায়িত্বে থাকা এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিস মঙ্গলবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম নরেশকুমার রায়। ঘটনাটি ঘটেছিল সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ সেক্টর ফাইভে। এক ক্রেতাকে ভুল করে অন্য জিনিস দিয়েছিলেন দোকানের ওই কর্মী। এতেই চটে যান নরেশ। অভিযোগ, বচসা চলাকালীন রাগের বশে কড়াইয়ে থাকা গরম তেল ওই কর্মীর দিকে তিনি ছুড়ে দেন। মঙ্গলবার অভিযোগ দায়ের হওয়ার পরই পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে।