• খাবারে শৌচাগারের জল! পোস্টে বিতর্ক, শুভেন্দুর দাবি খারিজ TMCP-র
    এই সময় | ২৮ আগস্ট ২০২৫
  • এই সময়: তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে যোগ দিতে উত্তরবঙ্গের যে ছাত্ররা এসেছেন তাদের ‘শৌচালয়ের জলে ভেজানো খাবার’ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরেই তৃণমূল ছাত্র নেতৃত্বের সমালোচনার মুখে পড়েছেন তিনি। খাবার নিয়ে অভিযোগ তুলে শুভেন্দু বুধবার রাতে একটি ভিডিয়ো ফেসবুকে পোস্ট করেন। (‘এই সময়’ এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি)।

    তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বিরোধী দলনেতার এই অভিযোগ নিয়ে বলেন, ‘শুভেন্দুর ভিডিয়োতে একজন বলছেন তাঁরা ইডে‍নে রয়েছেন কিন্তু সেখানে আমাদের কোনও সমর্থক নেই। আমাদের কর্মী–সমর্থকরা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রয়েছেন। উনি সম্পূর্ণ ভুল ভিডিয়ো পোস্ট করেছেন। শুভেন্দুর ব্যাক–অফিস ঠিকঠাক কাজ করছে না।’

    শুভেন্দু ১ মিনিট ১৮ সেকেন্ডের যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে শোনা যাচ্ছে, একজন বলছেন, ‘উপরে ট্যাঙ্কের পাইপের জ‍ল ভাতে পড়ছে, ইডেন গার্ডেন্সে। নোংরা ভাত।’ ওই ভিডিয়োতে আরও শোনা যাচ্ছে কেউ একজন বলেছেন, ‘দাদা এই ভাত খাওয়া যাবে না তো? মাথার উপর থেকে টয়লেটের জল পড়ছে।’

    ওই ভিডিয়ো নিয়ে তৃণাঙ্কুর বলেন, ‘ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যে কেউ এলেই বুঝতে পারবেন, শুভেন্দু যে ভিডিয়ো পোস্ট করেছেন তা অন্য কোনও জায়গার। হতাশা থেকে উনি এই সব করছেন।’

    যদিও শুভেন্দু ফেসবুকে দাবি করেছেন, ‘এই সব ছবি, ভিডিয়ো আপনাদের (তৃণমূল) লোকেরা আমাকে পাঠিয়ে দেয়।’ উত্তরবঙ্গ থেকে মঙ্গলবার রাতেই টিএমসিপির কর্মী–সমর্থকরা কলকাতায় আসতে শুরু করেছেন। এদের অধিকাংশ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রয়েছেন।

  • Link to this news (এই সময়)