• তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিনে শুভেচ্ছাবার্তা মমতা-অভিষেকের, কোনও অবস্থাতেই অন্যায়ের সঙ্গে আপস না করার বার্তা
    এই সময় | ২৮ আগস্ট ২০২৫
  • ২০২৬-এর বিধানসভা ভোটের আগে শেষ ২৮শে অগস্ট। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সমাবেশ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, তা শুনতে ইতিমধ্যেই ভিড় জমতে শুরু করেছে সভাস্থলে। সকালেই এক্স হ্যান্ডলে শুভেচ্ছাবার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজ গঠনে ছাত্রযুবদের ভূমিকা, অন্যায়ের সঙ্গে আপস না করার বার্তাই তাঁদের পোস্টে।

    মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘তৃণমূল ছাত্র পরিষদের এই ঐতিহাসিক প্রতিষ্ঠা দিবসে আমি এর নতুন-পুরোনো সকল সদস্য-সদস্যাকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন। তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। বাংলাকে আরও উন্নত ও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যে লড়াই তাতে তারাও সামিল। আজকের এই বিশেষ দিনে আমি আমার নবীন সহকর্মীদের বলব, কোনও অবস্থায় অন্যায়ের সঙ্গে আপস করবে না। মাথা উঁচু করে বাঁচবে। অন্যায়ের বিরুদ্ধে যে কোনও লড়াইয়ে আমাকে তোমরা সব সময়ে পাশে পাবে।’

    অন্যদিকে দলের তরুণ মুখ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, পরিবর্তন, অগ্রগতি এবং সামাজিক ন্যায় বিচারের আন্দোলনে বাংলার যুব সমাজের ভূমিকা প্রশংসনীয়। তরুণ মনের কণ্ঠস্বর তুলে ধরা, তাঁদের ইচ্ছে আকাঙ্খাকে গুরুত্ব দেওয়া এবং উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে অনুপ্রাণিত করার জন্য তৃণমূল ছাত্র পরিষদ সব সময় একটা প্ল্যাটফর্ম।

    ২১শে জুলাইয়ের পরে আজ, তৃণমূলের ছাত্র সমাবেশেও বাঙালি অস্মিতার প্রকাশ। ইতিমধ্যেই যাঁরা সমাবেশমঞ্চে এসেছেন, তাঁদের হাতে প্ল্যাকার্ড। লেখা রয়েছে— জাতীয় সঙ্গীত বাংলাতেই রচনা হয়েছিল। মমতা-অভিষেক সমাবেশ থেকে কী বার্তা দেন, সে দিকে তাকিয়ে সকলে। সকাল ১১টা থেকে অনুষ্ঠান শুরু হবে। দুপুর ১২টা থেকে শুরু হবে মূল সভা।

  • Link to this news (এই সময়)