• Breaking News LIVE: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবসে শুভেচ্ছা অভিষেকের
    এই সময় | ২৮ আগস্ট ২০২৫
  • বৃহস্পতিবার সকালে নদিয়ায় যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার সাহেব ডাঙা মধ্যপাড়া এলাকায়। মৃতের নাম হাসিম মন্ডল (৩৫)। স্থানীয় সূত্রের খবর, হাসিমের বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তা থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। দেহ উদ্ধার করে শান্তিপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

    তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের প্রতিষ্ঠাতা দিবসের দিন এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি তরুণ প্রজন্মের কথা উল্লেখ করে দলের সকলকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

    মুম্বইয়ের পূর্ব ভিরার এলাকায় বহুতল ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ১৪। মঙ্গলবার রাতে রমাবাই আবাসনের একাংশ ভেঙে পড়ে। ওই আবাসনের দু’টি উইং রয়েছে। একটি উইংয়ের চারতলায় এক শিশুকন্যার এক বছরের জন্মদিনের পার্টি চলছিল। রাত ১২টা নাগাদ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে ওই শিশু ও তার মায়ের মৃত্যু হয়। ওই রাতেই পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীরা আশঙ্কা প্রকাশ করেছিলেন, ধ্বংসস্তূপের তলায় অনেকের আটকে পড়ার আশঙ্কা রয়েছে। বুধবার দিনভর উদ্ধার চালিয়েছে আরও ১২ জনের দেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার পুলিশের একটি সূত্র জানিয়েছে, আরও ১০ জন আটকে রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।

    বিহারে তিন সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তার। পাক জঙ্গি সংগঠন জৈশ-ই- মহম্মদ-এর সদস্য এরা। জানা গিয়েছে, নেপাল থেকে বিহারে ঢুকেছে এই জঙ্গিরা। রাজ্যে বড় নাশকতার ছক ছিল বলে অনুমান। সরকারি ভাবে এখন এই গ্রেপ্তারির কথা জানানো হয়নি।

    মেদিনীপুর বনবিভাগে মৃত্যু হলো এক হস্তি শাবকের। বৃহস্পতিবার মেদিনীপুর বনবিভাগের আড়াবাড়ি রেঞ্জের মিরগা বিটের অধীন শালবনী ব্লকের মিরগার জঙ্গল থেকে ওই হস্তি শাবকের দেহ উদ্ধার হয়েছে। ঘটনায় শোকস্তব্ধ জঙ্গলমহলবাসী। বনদপ্তরের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের পরে হস্তি শাবকের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

    বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস। এ দিন সকলকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘তৃণমূল ছাত্র পরিষদের এই ঐতিহাসিক প্রতিষ্ঠা দিবসে আমি এর নতুন-পুরোনো সকল সদস্য-সদস্যাকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন।’

    দিল্লির অশোকনগরে বৃহস্পতিবার ভোরে গ্যাংস্টারদের সঙ্গে গুলির লড়াই পুলিশের। সূত্রের খবর, কুখ্যাত গ্যাং লিডার লরেন্স বিষ্ণোইয়ের দলের দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের বিশেষ তদন্তকারী দল। ধৃত দুই দুষ্কৃতীর নাম কার্তিক ঝাখর এবং কবীশ। এক দুষ্কৃতীর পায়ে গুলি লেগেছে বলে পুলিশের দাবি। কার্তিক ও কবীশ আমেরিকার গ্যাং লিডার হ্যারি বক্সারের হয়ে কাজ করত। তাদের বিরুদ্ধে এ দেশে অনেক ফৌজদারি মামলা রয়েছে।

    সল্টলেকের পরে নরেন্দ্রপুর। বুধবার সন্ধ্যায় সুমিতা রায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। অভিযোগ, হঠাৎই দুই যুবক বাইকে করে এসে ওই মহিলার গলা থেকে চেন টেনে নিয়ে বেরিয়ে যায়। ঘটনায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে।

    জম্মু-কাশ্মীরে নিকেশ দুই জঙ্গি। বান্দিপোরা জেলার গুরেজ় সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল ওই দুই জঙ্গি। নৌশেরা এলাকায় সেনা জওয়ানদের সঙ্গে তাদের গুলি লড়াই শুরু হয়। তাতেই গুলিবিদ্ধ হয়ে জঙ্গিরা নিহত হয়।

    হিমাচলে অব্যাহত বৃষ্টি। একটানা ভারী বৃষ্টিতে ধস বানালায়। বন্ধ চণ্ডীগড়-মানালি হাইওয়ে।

  • Link to this news (এই সময়)