রাহুলের ভোটের অধিকার যাত্রায় ‘বিহার বিরোধী’, ‘হিন্দু বিরোধী’ স্ট্যালিন, আক্রমণ বিজেপির
প্রতিদিন | ২৮ আগস্ট ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় যোগ দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন। বুধবার বিহারের মুজফফরপুরে তেজস্বী যাদব, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে যাত্রায় যোগ দেন তিনি। কিন্তু স্ট্যালিনের বিহার যাত্রা ইন্ডিয়া জোটের জন্য হিতে বিপরীত ফলাফল দিতে পারে। অন্তত বিজেপির তাই দাবি।
বুধবার বিহারে নামার আগেই সোশাল মিডিয়ায় স্ট্যালিন লেখেন, “বিহারের মাটি, লালুপ্রসাদ যাদবজির মাটি। এ মাটি ভোটচুরির সাক্ষী। এই মাটি আমাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। যে যাত্রায় রাহুল গান্ধী, তেজস্বী যাদব, প্রিয়াঙ্কা গান্ধীরা বিহারের মানুষের যন্ত্রণাকে অদম্য লড়াইয়ের শক্তিতে পরিণত করতে চাইছেন।” এর আগে রাহুলের যাত্রায় অংশ নিয়েছেন অখিলেশ যাদব, হেমন্ত সোরেনরা। আগামী দিনে এই যাত্রায় ইন্ডিয়া জোটের অন্য নেতারাও অংশ নেবেন বলে সূত্রের খবর।
কিন্তু স্ট্যালিনের এই বিহার যাত্রা নিয়ে বিতর্ক বিস্তর। আসলে তামিলনাড়ুর দলের একাধিক নেতা অতীতে ‘সনাতন বিরোধী’ এবং ‘বিহারী বিরোধী’ মন্তব্য করেছেন। খোদ স্ট্যালিনের ছেলে উদয়নিধির ‘সনাতন বিরোধী’ মন্তব্য দীর্ঘদিন শিরোনামে থেকেছে। ডিএমকেরই নেতা দয়ানিধি মারান কিছুদিন আগে বিহারীদের তাচ্ছিল্য করে বিতর্কিত কিছু মন্তব্য করেন। বিজেপি স্ট্যালিনকে চ্যালেঞ্জ ছুড়ছে, সাহস থাকলে দলের নেতাদের বলা ওই মন্তব্যগুলি বিহারের মাটিতে দাঁড়িয়ে পুনরাবৃত্তি করুন। বিজেপির এক মুখপাত্র বলছেন, “আপনি তো নিজেকে তামিল সিংহ বলে পরিচয় দেন। তাহলে বিহারে দাঁড়িয়ে বলুন যা যা আপনার দলের লোকের বলেছে, সেগুলো আপনিও বিশ্বাস করেন।”
উল্লেখ্য, SIR ইস্যুতে শুরু থেকেই সরব স্ট্যালিন। দেশে বিজেপি বিরোধিতার অন্যতম মুখও তিনি। সেকারণেই সম্ভবত স্ট্যালিনকে বিহারের যাত্রায় আমন্ত্রণ জানিয়েছে ইন্ডিয়া জোট। সমস্যা হল, স্ট্যালিনের দলের নেতাদের অতীত বিভিন্ন মন্তব্য এবং বিজেপি যেভাবে সেগুলি মনে করাচ্ছে, তাতে উলটে চাপে পড়তে পারে ইন্ডিয়া জোটই।