ননদকে হেনস্তা করতেন খোদ নিকি ও তাঁর পরিবার! নয়ডা কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
প্রতিদিন | ২৮ আগস্ট ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়ডা কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! ননদকে হেনস্তা করতেন খোদ নিকি ভাতি এবং তাঁর পরিবার! শুধু তাই নয়, পণের জন্য তরুণীকে মারধরেরও অভিযোগ উঠেছে শ্বশুড়বাড়ির লোকজনের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসতেই হুলস্থূল পড়ে গিয়েছে।
জানা গিয়েছে, ‘আক্রান্ত’ তরুণীর নাম মিনাক্ষী। ২০১৫ সালে নিকির ভাই রোহিতের সঙ্গে তাঁর বিয়ে হয়। তরুণীর অভিযোগ, বিয়েতে তাঁর বাবা যৌতুক হিসাবে একটি চারচাকা গাড়ি এবং সোনা দিয়েছিলেন। কিন্তু শ্বশুড়বাড়ির লোকজন এসইউভি চেয়েছিলেন। সেই নিয়ে বিয়ের পর থেকেই অশান্তি শুরু হয়। মিনাক্ষীর আরও অভিযোগ, নিকি এবং তাঁর বোন কাঞ্চন তাঁকে বেধড়ক মারধর করতেন। এখানেই শেষ নয়। তাঁর স্বামী রোহিতও দিনের পর দিন তাঁকে নির্যাতন করতেন এবং শ্বশুড়বাড়ির তরফে তাঁকে দু’বার গর্ভপাত করতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। স্বাভাবিকভাবেই বিষয়টি প্রকাশ্যে আসতে হুলস্থূল পড়ে গিয়েছে।
প্রসঙ্গত, গ্রেটার নয়ডার সিরসা এলাকার বাসিন্দা বিপিনের সঙ্গে ন’বছর আগে নিকির বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে যুবতীর উপর অত্যাচার চালাতেন স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনের। বাপেরবাড়ি থেকে টাকা আনার জন্য দিনের পর দিন তাঁকে চাপ দেওয়া হত। শুধু মানসিক অত্যাচার নয়, নিকিকে বেধড়ক মারধরও করা হতো বলে অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। কিন্তু সম্প্রতি সেই অত্যাচারের মাত্রা চরমে ওঠে। অভিযোগ, গত বৃহস্পতিবার নিকিকে মারধরের পর তাঁকে জীবন্ত পুড়িয়ে মারেন তাঁর স্বামী এবং শ্বাশুড়ি। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই সব অভিযুক্তদের গ্রেপ্তার করেছে।