• ‘সংখ্যালঘু হিন্দুদের রক্ষা করতে হবে’, অসমের এক জেলায় দুর্গাপুজোয় ‘শুট অ্যাট সাইট’ অর্ডার হিমন্তর
    প্রতিদিন | ২৮ আগস্ট ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুন মাস থেকেই সাম্প্রদায়িক হিংসায় জ্বলছে অসমের ধুবুরি। হিংসা রুখতে গত ১৩ জুন শুট অ্যাট সাইটের অর্ডার দিয়েছিল অসম সরকার। সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানালেন, মুসলিম অধ্যুষিত ওই জেলায় এই শুট অ্যাট সাইটের অর্ডার কার্যকর থাকবে দুর্গাপুজো শেষ হওয়া পর্যন্ত। হিমন্তর দাবি, ওই এলাকায় হিন্দুদের রক্ষা করার উদ্দেশেই এই নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

    আসলে অসমের ওই বাংলাদেশ সীমান্ত ঘেঁষা জেলায় সংখ্যালঘু হয়ে পড়েছে হিন্দুরাই। জেলার প্রায় ৭৪ শতাংশ বাসিন্দা মুসলিম। হিন্দু সংখ্যা ২৬ শতাংশের কাছাকাছি। জুন মাসে ইদের পর থেকেই গোটা ধুবুরি সাম্প্রদায়িক হিংসায় জ্বলছে। ওই সময় ধুবুরি শহরের এক মন্দিরে পরপর দু’দিন গোমাংস রাখার অভিযোগ ওঠে। তাতেই গোটা জেলা উত্তপ্ত হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী হিমন্ত গোটা জেলায় ‘শুট অ্যাট সাইট’ অর্ডার দেন। তখন থেকেই ওই নির্দেশ কার্যকর হয়ে রয়েছে।

    হিমন্ত জানিয়ে দিয়েছেন, ওই শুট অ্যাট সাইট অর্ডার প্রত্যাহার করা হয়নি। দুর্গাপুজোর সময়ও চলবে। হিমন্ত জানিয়েছেন, ধুবুরি এখন শান্ত। কোনওরকম হিংসার ঘটনা ঘটেনি। তাহলে পুজোর সময় কেন শুট অ্যাট সাইট অর্ডার? অসমের মুখ্যমন্ত্রীর বক্তব্য, “যে-ই ধুবুরিতে অশান্তি তৈরির চেষ্টা করবে, সবাইকে ফল ভুগতে হবে।” গোটা রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাটা সরকারের কর্তব্য।

    হিমন্তর বক্তব্য, দুর্গাপুজোর সময় গোটা জেলায় কড়া নজরদারি চালানো হবে। সংখ্যালঘু হিন্দুদের রক্ষার্থে প্রশাসন সবরকম পদক্ষেপ করবে। যে কোনওরকম সাম্প্রদায়িক শক্তিকে রুখতে সরকার বদ্ধপরিকর।
  • Link to this news (প্রতিদিন)