• নয়ডায় ১ মাস ধরে গোটা পরিবারকে ‘ডিজিটাল অ্যারেস্টে’! ৩ কোটি টাকা হাতাল প্রতারকরা
    প্রতিদিন | ২৮ আগস্ট ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে ফের ডিজিটাল অ্যারেস্টের ফাঁদ। গোটা পরিবারকে  জালে ফেলে প্রায় ৩ কোটি ২১ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারকরা। জানা গিয়েছে, ৩৮ দিন ধরে তাঁদের ‘ডিজিটাল অ্যারেস্টে’ করে রেখেছিল অপরাধীরা। সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নয়ডায়। প্রতারিত প্রৌঢ়ের মেয়ের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, গত ১৬ জুলাই এক অপচারিত নম্বর থেকে ফোন আসে ওই প্রৌঢ়ের কাছে। ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে ট্রাই-এর (টেলিকম রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়া) আধিকারিক হিসাবে পরিচয় দেয়। ভয় দেখায়, প্রৌঢ়ের ফোন নম্বর ব্যবহার করে জনসাধারণকে অবৈধ বিজ্ঞাপন, আশালীন ভিডিও এবং বিভ্রান্তিকর মেসেজ পাঠানো হচ্ছে। এর কিছুক্ষণের মধ্যেই মুম্বই ক্রাইম ব্রাঞ্চের এক আধিকারিক সেজে প্রৌঢ়কে ফের ফোন করে প্রতারকরা। ভয় দেখিয়ে বলা হয়, গোটা পরিবারের বিরুদ্ধে মোট ২৪টি ফৌজদারি মামলা রয়েছে। শীঘ্রই তাঁদের গ্রেপ্তার করা হবে। এরপর টানা ৩৮ দিন ধরে পরিবারটিকে ‘ডিজিটাল অ্যারেস্টে’ করে রেখে ক্ষেপে ক্ষেপে তাঁদের কাছ থেকে মোট ৩ কোটি ২১ লক্ষ টাকা প্রতারকরা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। অবশেষে গত ২২ আগস্ট প্রৌঢ়ের মেয়ে পুলিশের দ্বারস্থ হন। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।   

    প্রসঙ্গত, গত বছরের শেষ থেকে ডিজিটাল অ্যারেস্টের নাম করে প্রতারণা বেশি করে সামনে আসছে। সিবিআই, ইডি কিংবা অন্যান্য কেন্দ্রীয় সংস্থার নাম করে ফোন করার পর ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। সাইবার প্রতারণার থেকে বাঁচতে কেন্দ্রীয় সরকারের তরফে সচেতনতা মূলক প্রচারও করা হচ্ছে। তারপরও দেশের বিভিন্ন কোণা থেকে ডিজিটাল অ্যারেস্টের শিকার হওয়ার খবর আসতেই থাকছে।
  • Link to this news (প্রতিদিন)