• জম্মু-কাশ্মীরে ফের অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে হত ২ জঙ্গি
    এই সময় | ২৮ আগস্ট ২০২৫
  • জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল ভারতীয় সেনা। নিকেশ দুই জঙ্গি। বান্দিপোরা জেলার গুরেজ় সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল ওই দুই জঙ্গি। নৌশেরা এলাকায় সেনা জওয়ানদের সঙ্গে তাদের গুলি লড়াই শুরু হয়। তাতেই গুলিবিদ্ধ হয়ে খতম দুই জঙ্গি।

    সেনার তরফে এক আধিকারিক সরকারি ভাবে জানিয়েছেন, ‘জঙ্গি অনুপ্রবেশ সফল ভাবে ঠেকানো গিয়েছে। সেনার হাতে নিকেশ ২ জঙ্গি।’ তবে এখনও শেষ হয়নি সেনার অভিযান। গোটা এলাকায় চালানো হচ্ছে চিরুনি তল্লাশি। কোনও সন্দেহজনক গতিবিধি চোখে পড়লেই পদক্ষেপ করবে সেনা।

    এই মাসের শুরুতে, ‘অপারেশন আখাল’ চলার সময় তিনজন জঙ্গিকে নিকেশ করেছিল সেনা। তবে সেই অপারেশনের চলাকালীন এক সেনা কর্মীও আহত হন। জঙ্গিদের গতিবিধি সম্পর্কে গোয়েন্দাদের থেকে তথ্য মিলতেই সশস্ত্র জঙ্গিদের খোঁজে শুরু হয় ‘অপারেশন আখাল’। জঙ্গিদের সঙ্গে ব্যাপক গুলির লড়াই হয় সেনার। বেশ কয়েকদিন ব্যাপী ওই অভিযানে খতম করা হয় আরও কয়েকজন জঙ্গিকে। জানা গিয়েছে, ‘অপারেশন আখাল’-এ মোট ৬ জঙ্গিকে নিকেশ করেছিল সেনা।

  • Link to this news (এই সময়)