• জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম ২ জঙ্গি
    বর্তমান | ২৮ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: বৃহস্পতিবার সাতসকালে গুলির শব্দে কেঁপে উঠল ভূ-স্বর্গ। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ হল দুই জঙ্গি। জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরে লাইন অফ কন্ট্রোলে অনুপ্রবেশের চেষ্টা হতেই খতম করা হয়েছে ওই দুই জঙ্গিকে।ভারতীয় সেনার শ্রীনগর বেসের চিনার কর্পসের তরফে জানানো হয়েছে, “জম্মু ও কাশ্মীর পুলিসের দেওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিস গুরেজ সেক্টরে যৌথ অভিযান শুরু করেছিল। সেখানে এলওসি-তে সন্দেহজনক কার্যকলাপ দেখতে পেয়েই অনুপ্রবেশকারীদের চ্যালেঞ্জ করে ভারতীয় বাহিনী। কিন্তু সঙ্গে সঙ্গেই জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। সেই গুলিতে খতম হয় দুই জঙ্গি।”চিনার কর্পসের তরফে জানানো হয়েছে, ভূ-স্বর্গে জঙ্গি দমন অভিযান এখনও চলছে। কোনও ভাবেই যাতে নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন না হয়, তার দিকে সতর্ক নজর রেখেছে নিরাপত্তা বাহিনী। 
  • Link to this news (বর্তমান)