বিহারে বাদ পড়া ৬৫ লক্ষের মধ্যে আবেদন করেছেন পৌনে দু’লক্ষ, এসআইআর নিয়ে দাবি নির্বাচন কমিশনের
বর্তমান | ২৮ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হাতে আর মাত্র পাঁচদিন। ১ সেপ্টেম্বর বন্ধ হয়ে যাবে বিহারে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে (এসআইআর) ভোটার তালিকা শুদ্ধকরণের কাজ। অথচ বুধবার সকাল পর্যন্ত খসড়া তালিকায় নাম বাদ পড়া ৬৫ লক্ষের মধ্যে নতুন করে নাম তোলার জন্য আবেদন করেছেন মাত্র ১ লক্ষ ৭৮ হাজার ৯৪৮ জন। অন্যদিকে, আগামী ১ অক্টোবর আঠেরো বছর পেরবেন, বিহারের এমন বাসিন্দাদের ভোটার হতে আবেদন ক্রমশ বাড়ছে। এখনও পর্যন্ত ৬ লক্ষ ৩৫ হাজার ১২৪ জন আবেদন করেছেন। ভারতের নির্বাচন কমিশন সূত্রে এমনটা জানা গিয়েছে। ফলে বিরোধীরা যতই নাম বাতিলের প্রতিবাদে সরব হন না কেন, নির্বাচন কমিশন কাগজ হাতে পাল্টা জবাব দিতেই তৈরি হচ্ছে। তাদের প্রশ্ন, প্রকৃত ভোটারের নাম যদি বাদই গিয়ে থাকে, তাহলে তাঁরা ফের নাম তোলার জন্য আবেদন করছেন না কেন? বিহারে ভোটার ছিল ৭ কোটি ৮৯ লক্ষ। তবে এসআইআরে খসড়া ভোটার তালিকায় ইনিউমারেশন ফর্ম জমা পড়েছে ৭ কোটি ২৪ লক্ষ। ফলে বাদ পড়েছে ৬৫ লক্ষের নাম। কমিশনের হিসেব, এর মধ্যে ২২ লক্ষ মৃত। ৩৬ লক্ষ স্থানাস্তরিত অথবা ঠিকানায় পাওয়া যায়নি। ৭ লক্ষের নাম একাধিক জায়গায় ছিল।