• দেশে ১৭ কোটি পড়ুয়ার আধার আপডেট বকেয়া, চিঠি মুখ্যসচিবদের, স্কুলে ক্যাম্প আয়োজনের পরামর্শ ইউআইডিএআই কর্তার
    বর্তমান | ২৮ আগস্ট ২০২৫
  • নয়াদিল্লি: আধার কার্ড রয়েছে। কিন্তু তা চালু বা সক্রিয় রাখার জন্য বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট (এমবিইউ) বকেয়া পড়ুয়াদের একটা বড় অংশের। গোটা দেশে এমন ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১৭ কোটি। এর জেরে তাদের আধার কার্ড কার্যত নিষ্ক্রিয় হয়ে রয়েছে। ফলে বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাবে না তারা। সমস্যা তৈরি হবে নিট, জেইই, সিইউইটি’র মতো প্রতিযোগিতামূলক পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ের ভর্তিতেও। তাই জটিলতা এড়াতে দ্রুত পড়ুয়াদের এমবিইউ সম্পূর্ণ করার উপর জোর দিল আধার কর্তৃপক্ষ (ইউআইডিএআই)। এব্যাপারে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবকে চিঠি পাঠালেন সংস্থার সিইও ভূবনেশ কুমার। চিঠিতে আপডেট প্রক্রিয়া সম্পন্ন করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন তিনি। 

    আধার কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্রছাত্রীদের দু’বার আধার আপডেট করতে হয়। একবার পাঁচ বছর বয়সে। আবার ১৫ বছরে। স্কুল, কলেজে ভর্তি, বিভিন্ন পরীক্ষা, স্কলারশিপ, সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা পেতে এখন আধার আবশ্যিক। তা চালু বা সক্রিয় রাখতে আঙুলের ছাপ ও চোখের মণি দিয়ে এমবিইউ জরুরি। কিন্তু, দেশের ১৭ কোটি আধার নম্বরের আপডেট বাকি থাকায় তুমুল উদ্বেগ তৈরি হয়েছে। এই সমস্যা সমাধানে স্কুলে বিশেষ ক্যাম্প আয়োজনের পরামর্শ দিয়েছে এইআইডিএআই কর্তৃপক্ষ। এক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলির কাছে বড় চ্যালেঞ্জ হল—কোন শিশুর আধার আপডেট বকেয়া, তা খুঁজে বের করা। এই সমস্যার সমাধানের পথও বাতলে দিয়েছে তারা। বলা হয়েছে,  এআইডিএআইয়ের প্রযুক্তি টিম এবং ভারত সরকারের স্কুলশিক্ষা ও সাক্ষরতা দপ্তর একসঙ্গে কাজ করে ইউডিআইএসই+ অ্যাপ্লিকেশনে একটি অপশন এনেছে। সেখানে গেলেই স্কুল কর্তৃপক্ষ বকেয়া আপডেটের তালিকা পেয়ে যাবে।  
  • Link to this news (বর্তমান)