• বিয়ের ১৩ বছর পরেও পণের জন্য স্ত্রীকে জ্বালিয়ে দিল স্বামী! অর্থলোভী পুলিশের কীর্তিতে শিউরে উঠলেন স্থানীয়রা
    আজকাল | ২৮ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বিয়ের এক দশক পেরিয়ে যাওয়ার পরেও পণের জন্য বর্বোরোচিত আচরণ স্বামীর। আরও পণের দাবিতে স্ত্রীকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন যুবতী। পণের দাবিতে পরপর গৃহবধূকে জ্বালিয়ে দেওয়ার ঘটনায় উত্তাল যোগীরাজ্য। 

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমরোহা জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে নারাংপুর গ্রামে‌। ৩২ বছর বয়সি পারুল স্থানীয় একটি স্বাস্থ্য কেন্দ্রে নার্স হিসেবে কর্মরত ছিলেন। তাঁর স্বামী দেবেন্দ্র পুলিশ কনস্টেবল। সম্প্রতি রামপুর থেকে বরেলিতে বদলি হয়ে এসেছিলেন। দিন কয়েক ছুটি নিয়ে বাড়িতেই ছিলেন দেবেন্দ্র। পণের দাবিতে স্ত্রী পারুলকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দেবেন্দ্র ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। 

    পুলিশ সূত্রে খবর, পারুলকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁর শারীরিক অবস্থার অবনতি হতেই দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। পারুলের ভাই থানায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের তালিকায় রয়েছেন, দেবেন্দ্র, তাঁর মা, ও পরিবারের আরও চারজন পুরুষ সদস্য। খুনের চেষ্টা ও গার্হস্থ্য হিংসার মামলা রুজু করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। 

    এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত ছয়জনেই এখনও পর্যন্ত পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। পারুলের মা জানিয়েছেন, মঙ্গলবার সকালে প্রতিবেশীরাই প্রথমে তাঁকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছেই অগ্নিদগ্ধ অবস্থায় মেয়েকে উদ্ধার করে তিনি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন যুবতী। 

    ১৩ বছর আগে পারুল ও দেবেন্দ্রর বিয়ে হয়েছিল। তাঁদের যমজ সন্তান রয়েছে। সম্প্রতি সাতদিনের ছুটিতে বাড়িতেই ছিলেন দেবেন্দ্র। পারুলকে জীবন্ত জ্বালিয়ে পালিয়ে যান তিনি। 

    প্রসঙ্গত, গত শনিবারেই উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় ৩৬ লক্ষ টাকা পণের দাবি নিকি ভাটি নামের এক তরুণীকে জ্বালিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছে তাঁর স্বামী বিপিন ও শ্বশুরবাড়ির সদস্যরা। ২০১৬ সালের ১০ ডিসেম্বর একই অনুষ্ঠানে নিকি এবং কাঞ্চন ভাই বিপিন এবং রোহিতকে বিয়ে করেন। কাঞ্চনের অভিযোগের ভিত্তিতে দায়ের করা এফআইআর অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় নিকিকে তাঁর স্বামী এবং শাশুড়ি দয়া আক্রমণ করে। কাঞ্চন বাধা দিলে তাঁকেও মারধর করা হয়। বিপিন নিকির উপর দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। কাঞ্চনের রেকর্ড করা মর্মান্তিক দৃশ্যে দেখা যাচ্ছে যে বিপিন নিকিকে আক্রমণ করছে। আরও একটি ক্লিপে দেখা যাচ্ছে যে জ্বলন্ত নিকি হোঁচট খাচ্ছেন সিঁড়ি দিয়ে। তাঁকে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে রেফার করা হয়, যেখানে তাঁর মৃত্যু হয়। কাঞ্চন বলেন যে তিনি অভিযুক্তদের বলতে শুনেছেন, “ওকে মেরে ফেলো, শেষ করে দাও।” 

    নিকি এবং বিপিনের একটি ছয় বছরের ছেলে আছে। সে তার মায়ের উপর হওয়া নির্যাতন এবং মৃত্যুকে প্রত্যক্ষ করেছে। নিকি মারা যাওয়ার পর কাঁপতে থাকা ছেলেটি বলে, “তারা প্রথমে মায়ের উপর কিছু একটা চাপিয়ে দেয়। তারপর তাকে থাপ্পড় মারে এবং তারপর লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেয়।” 

    নিকির দিদি কাঞ্চন ও বাবা জানিয়েছেন, বিয়ের সময় স্করপিও এসইউভি, রোয়াল এনফিল্ড বাইক, নগদ টাকা এবং সোনার গয়না পণ হিসেবে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও মন ভরেনি বিপিন ও তার পরিবারের। আরও ৩৬ লক্ষ টাকা দাবি করেছিলেন। সেই টাকা না পাওয়া জীবন্ত অবস্থায় নিকিকে জ্বালিয়ে দেন। অগ্নিদগ্ধ অবস্থায় তরুণীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় শনিবারেই বিপিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবারের বাকি সদস্যদের রবিবার গ্রেপ্তার করে তারা।
  • Link to this news (আজকাল)