এক মুহূর্তেই সব শেষ! ঝগড়ার সময় ধাক্কা মেরেছিল সহপাঠী, জ্ঞান হারাতেই মর্মান্তিক পরিণতি পঞ্চম শ্রেণির ছাত্রীর
আজকাল | ২৮ আগস্ট ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: স্কুলে বচসা হয়েছিল দুই সহপাঠীর মধ্যে। ঝগড়া করতে করতে একজন আরেকজনকে ধাক্কা মেরেছিল। তারপরেই স্কুলের মেঝেতে ঠাস করে পড়ে যায় নাবালিকা ছাত্রী। কিছুক্ষণেই মর্মান্তিক পরিণতি তার। স্কুলের মধ্যেই মৃত্যুর কোলে ঢোলে পড়ল সে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দা জেলায়। পুলিশ সূত্রে খবর, কামাসিন থানার অন্তর্গত কুমেধা সানি গ্রামে। পুলিশ আধিকারিক শিবরাজ জানিয়েছেন, মৃত ছাত্রীর নাম, গোমতী। সে পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, মঙ্গলবার স্কুলের মধ্যে এক সহপাঠী গোমতীকে ধাক্কা দিয়েছিল। তারপরেই জ্ঞান হারিয়ে স্কুলে লুটিয়ে পড়ে সে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই মামলা রুজু করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত পড়ুয়াকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মৃত ছাত্রীর দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।
প্রসঙ্গত, গত জুলাই মাসেই স্কুলের মধ্যে আরও এক ছাত্রীর মর্মান্তিক পরিণতি হয়েছিল। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ন'বছরের ছাত্রীটির নাম প্রাচী কুমায়াত। রাজস্থানের সিকার জেলার দন্ত শহরের একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল সে। মঙ্গলবার স্কুলে টিফিন পিরিয়ডের ঘণ্টা বাজতেই সহপাঠীদের সঙ্গে বেঞ্চে বসেই খাওয়াদাওয়া শুরুর প্রস্তুতি নিচ্ছিল। ব্যাগ থেকে টিফিন বাক্স বের করে বেঞ্চে রাখার সঙ্গে সঙ্গেই ঘটে বিপত্তি। টিফিন বাক্স খোলার পরেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে বেঞ্চের ওপর।
সহপাঠীরা জানিয়েছে, প্রাচীকে কখনও অসুখে ভুগতে দেখেনি তারা। সেদিন কোনও শারীরিক অসুস্থতাও ছিল না তার। স্কুলে এসে রোজের মতো স্বাভাবিক ছিল। খেলাধুলা করেছে। একের পর এক পিরিয়ডে পড়াশোনা করেছে। জ্ঞান হারানোর আগে শারীরিক অসুস্থতার কোনও লক্ষণ তার শরীরে দেখা যায়নি।
জানা গেছে, সহপাঠীদের থেকে প্রাচীর জ্ঞান হারানোর খবর পেয়েই তড়িঘড়ি ছুটে আসেন শিক্ষকরা। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছিলেন, তার রক্তচাপ দ্রুত কমে যাচ্ছে। পালস পাওয়া যাচ্ছে না। শ্বাস বন্ধ হয়ে গেছে তার। এই সবগুলোই আসলে কার্ডিয়াক অ্যারেস্টের লক্ষণ।
এদিকে চিকিৎসকদের এমন দাবি মানতে নারাজ ছিলেন প্রাচীর বাবা-মা। সেই হাসপাতাল থেকে প্রাচীকে নিয়ে সিকারের আরও বড় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেও চিকিৎসকরা হাল ছেড়ে দেন। কিছুক্ষণ পরেই প্রাচীকে মৃত বলে ঘোষণা করা হয়। কার্ডিয়াক অ্যারেস্টেই প্রাচীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
প্রাচীর বাবা ও মা জানিয়েছেন, ঘটনার তিনদিন আগে থেকেই সামান্য জ্বরে ভুগছিল সে। আর্দশ বিদ্যা মন্দির স্কুলের প্রিন্সিপাল নন্দ কিশোর তিওয়ারি জানিয়েছেন, গত সপ্তাহের শেষ থেকে চলতি সপ্তাহের শুরু পর্যন্ত তিনদিন স্কুলে অনুপস্থিত ছিল প্রাচী। সুস্থ হয়ে মঙ্গলবার স্কুলে এসেছিল। স্কুলে প্রার্থনার সময়েও তাকে চনমনে দেখাচ্ছিল। কোনও অসুস্থতার লক্ষণ শিক্ষক এবং সহপাঠীরা বুঝতে পারেনি। টিফিন খাওয়ার সময়েই হঠাৎ জ্ঞান হারিয়ে সে বেঞ্চে লুটিয়ে পড়ে। তৎক্ষণাৎ তার শারীরিক অবস্থা অবনতি হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই মৃত্যু হয় তার।
এদিকে স্থানীয় হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, 'অচৈতন্য অবস্থায় ন'বছরের ছাত্রীটিকে তার স্কুলের শিক্ষকরা হাসপাতালে নিয়ে এসেছিল। সে সময় তার রক্তচাপ একেবারে কমে গিয়েছিল। আমরা সিপিআর দিয়েছিলাম। অক্সিজেন, জরুরি ভিত্তিতে ওষুধ, ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। কিন্তু তার শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছিল। অবশেষে অ্যাম্বুল্যান্স ডেকে তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়।'
চিকিৎসকরা এও জানিয়েছেন, দেড় ঘণ্টা ধরে প্রাচীর চিকিৎসা চলেছে। কিন্তু শেষরক্ষা হয়নি। তার দেহ ময়নাতদন্ত না করেই নিয়ে যায় পরিবার। তারাও শোকে ভেঙে পড়েছে। তবে হার্ট অ্যাটাকে প্রাচীর মৃত্যু হয়নি বলেই মত চিকিৎসকদের। কার্ডিয়াক অ্যারেস্টের লক্ষণ দেখা গিয়েছিল। হয়তো আগে থেকেই হার্টের অসুখে ছিল। পরিবারের কেউ লক্ষ করেনি। তাই বিষয়টি নিয়ে চিকিৎসকের পরামর্শ নেয়নি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা।