• হাই কোর্টে আরজি কর মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, বললেন, ডিভিশন বেঞ্চেই শুনানি হওয়া উচিত
    আনন্দবাজার | ২৮ আগস্ট ২০২৫
  • আরজি কর-কাণ্ডের একটি মামলা থেকে সরে দাঁড়ালেন হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ওই মামলা সংক্রান্ত নথি তিনি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

    বৃহস্পতিবার বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ, ইতিমধ্যেই আরজি কর হাসপাতালের ঘটনায় রায় চ্যালেঞ্জ করে দু’টি মামলার শুনানি ডিভিশন বেঞ্চে চলছে। তাই এই মামলাটিরও শুনানি সেখানে হওয়া উচিত।

    আরজি করের ঘটনায় সিবিআই তদন্তে ত্রুটির অভিযোগ তুলে হাই কোর্টে মামলা করেছিল নির্যাতিতার পরিবার। সেই মামলা এত দিন বিচারপতি ঘোষের এজলাসে চলছিল। এখন ওই মামলা থেকেই সরে দাঁড়ালেন তিনি।

    অন্য দিকে, আরজি করের রায় চ্যালেঞ্জ করে দু’টি মামলা বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন। এ বার সেখানেই এই মামলা যেতে পারে বলে মনে করছেন আইনজীবীরা।
  • Link to this news (আনন্দবাজার)