বৃহস্পতিবার সকালে ফের দুর্ভোগের অভিযোগ তুললেন মেট্রোযাত্রীরা। তাঁদের অভিযোগ, টালিগঞ্জ (মহানায়ক উত্তম কুমার) থেকে ব্রিজি (শহিদ ক্ষুদিরাম) পর্যন্ত মেট্রো পরিষেবা পেতে সমস্যা হচ্ছে। যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি, পরিষেবায় কোনও ব্যাঘাত ঘটেনি। মেট্রো পরিষেবা স্বাভাবিকই রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
যাত্রীদের কেউ কেউ অভিযোগ তুলছেন, সকাল ১০টার কিছু আগে থেকে এই নিয়ে সমস্যায় পড়তে হয়েছে তাঁদের। তাঁদের বক্তব্য, তাঁরা শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত পরিষেবা পেতে গিয়ে নাকাল হচ্ছেন তাঁরা। পরিষেবা দেরিতে পাওয়ারও অভিযোগ তুলছেন কেউ কেউ।
গত কয়েক দিন ধরেই মেট্রোয় এই সমস্যা চলে আসছে। বেশ কিছু মেট্রো টালিগঞ্জ থেকেই ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বর্তমানে রক্ষণাবেক্ষণের কাজের জন্য কবি সুভাষ স্টেশন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হয়েছে। ফলে মেট্রোর ‘ব্লু লাইন’ (দক্ষিণেশ্বর-কবি সুভাষ)-এ এখন প্রান্তিক স্টেশন শহিদ ক্ষুদিরামই। প্রান্তিক স্টেশন পর্যন্ত স্বাভাবিক পরিষেবা না পাওয়ার ফলে গন্তব্যে পৌঁছাতে সমস্যা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন যাত্রীদের অনেকে।
কলকাতা মেট্রোর বর্তমানে যতগুলি লাইন চালু রয়েছে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ব্লু লাইন। ইস্ট-ওয়েস্ট মেট্রো রুট সম্পূর্ণ চালু হয়ে যাওয়ার পরে ব্লু লাইনের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। ব্রিজি, নাকতলা, গড়িয়া বাজার, বাঁশদ্রোণী থেকে স্বল্প সময়ে হাওড়া বা শিয়ালদহ পৌঁছে যাওয়া যায় এসপ্ল্যানেড হয়ে। কিন্তু কিছু পরিষেবার যাত্রাপথ সংক্ষেপিত হওয়ার ফলে ওই স্টেশনগুলির যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়ছেন।
সোমবার থেকেই ব্লু লাইনে কিছু মেট্রো পরিষেবার যাত্রাপথ সংক্ষেপিত করা হয়েছে। শহিদ ক্ষুদিরাম স্টেশনের বদলে সেগুলি টালিগঞ্জ স্টেশন পর্যন্ত যাচ্ছে। কোন কোন মেট্রো টালিগঞ্জ স্টেশন পর্যন্ত চলাচল করছে, তা নিয়ে পৃথক কোনও সূচি প্রকাশ্যে আসেনি। মেট্রো সূত্রে খবর, আপ এবং ডাউনে ট্রেনের লাইন পরিবর্তনের ব্যবস্থা শহিদ ক্ষুদিরামে না-থাকায় পরিষেবা ব্যাহত হচ্ছে।
শহিদ ক্ষুদিরামে ডাউন লাইনের ট্রেনকে দক্ষিণেশ্বরগামী করার জন্য লাইন পরিবর্তন সম্ভব নয়। সে ক্ষেত্রে ওই লাইনে আসা ট্রেনই আবার দক্ষিণশ্বরের দিকে রওনা দেয়। ফলে একই লাইনে পর পর ট্রেন দাঁড়িয়ে পড়ে কখনও কখনও। তাতে সমস্যার সৃষ্টি হয়। সেই কারণেই কিছু মেট্রোকে শহিদ ক্ষুদিরাম স্টেশনের বদলে টালিগঞ্জ থেকেই ঘুরিয়ে দেওয়া হচ্ছে।