• তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ ঘিরে মধ্য ও দক্ষিণ কলকাতায় যানজটের আশঙ্কা আজ
    আনন্দবাজার | ২৮ আগস্ট ২০২৫
  • তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ, বৃহস্পতিবার দুপুর ১টায় ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে রয়েছে সমাবেশ। সেই কারণে এ দিন বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই মধ্য এবং দক্ষিণ কলকাতার একাংশে যানজটের আশঙ্কা করছে পুলিশের একাংশ। ওই সমাবেশের জেরে মধ্য এবং দক্ষিণ কলকাতার জওহরলাল নেহরু রোড, পার্ক স্ট্রিট, রেড রোড, ডাফরিন রোড, খিদিরপুর রোড-সহ গান্ধী মূর্তির আশপাশের বিভিন্ন রাস্তায় যানজট হতে পারে বলে মনে করা হচ্ছে। শুধু সভাস্থল বা তার সংলগ্ন রাস্তাগুলিই নয়, একাধিক জায়গা থেকে তৃণমূলের কর্মীদের মিছিল যাবে গান্ধী মূর্তির পাদদেশে। ফলে, ওই রাস্তাগুলিও যানজটে স্তব্ধ হওয়ার আশঙ্কা করছেন ট্র্যাফিক পুলিশের একাধিক কর্তা।

    ধর্মতলার ওই সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের অন্য নেতারা উপস্থিত থাকবেন। সেই উপলক্ষে মেয়ো রোডে গান্ধী মূর্তির কাছে রাস্তা জুড়ে বিরাট মঞ্চ এবং মণ্ডপ তৈরি করা হয়েছে। যার ফলে পুলিশের তরফে গত দু’দিন ধরেই ওই রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

    পুলিশ সূত্রের খবর, এ দিন সমাবেশে আসা তৃণমূলকর্মীদের গাড়ি রাখার জন্য ময়দানের বিভিন্ন মাঠ ছাড়াও প্রয়োজনে বিভিন্ন রাস্তায় গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে। যার মধ্যে রয়েছে জওহরলাল নেহরু রোড, ডাফরিন রোড, উট্রাম রোড। এ ছাড়া, প্রয়োজন মতো বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে পুলিশের একাংশ জানিয়েছে।

    ট্র্যাফিক পুলিশের এক কর্তা জানান, প্রায় ১২০০ থেকে ১৫০০টি গাড়ি সমাবেশে আসতে পারে তৃণমূলকর্মীদের নিয়ে। সেগুলি রাখার জন্য বিভিন্ন মাঠের ব্যবস্থা করা হলেও সে সব জায়গায় বৃষ্টির জল জমে থাকায় কত গাড়ি রাখা যাবে, তা নিয়ে সংশয় রয়েছে। তাই বিকল্প হিসাবে বিভিন্ন রাস্তার কথা ভাবা হয়েছে।

    পুলিশ জানিয়েছে, ওই সব রাস্তা বন্ধ হয়ে গেলে শিয়ালদহ বা হাওড়া থেকে মিছিল এলে গোটা ধর্মতলাই অবরুদ্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। আর তেমনটা হলে তার প্রভাব পড়ার আশঙ্কা আছে চিত্তরঞ্জন অ্যাভিনিউ, এস এন ব্যানার্জি রোড, মৌলালি, এ জে সি বসু রোডের মতো রাস্তায়। এ ছাড়া, ওই সময়ে একযোগে গাড়ি এবং মিছিল মেয়ো রোডমুখী হলে গাড়ি চলাচলের উপরে তা অনেকটা চাপ সৃষ্টি করবে বলেই আশঙ্কা করা হচ্ছে কলকাতা পুলিশের তরফে।
  • Link to this news (আনন্দবাজার)