• আরও একবার বড়পর্দায় জিতু-শ্রাবন্তীর রসায়ন
    আজকাল | ২৮ আগস্ট ২০২৫
  • আরও একবার পর্দায় জিতু কমল এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জুটি। নতুন করে তাঁদের রসায়নকে বড় পর্দায় চাক্ষুষ করার সুযোগ পাবে দর্শক। খুব শীঘ্রই একটি ছবিতে দেখা যাবে তাঁদের। জানা গিয়েছে, সাংবাদিক এবং সাংবাদিকতাকে ঘিরে তৈরি হবে থ্রিলার প্লট। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন তাঁরা। পরিচালক সাই প্রকাশ। সাই বিঘ্নেশ প্রোডাকশনের ছাতার নীচে তৈরি হবে ছবিটি। অক্টোবরে শুরু হবে শুটিং।

    চলতি বছরের ভালবাসা দিবসে মুক্তি পেয়েছিল জিতু-শ্রাবন্তী অভিনীত ‘বাবুসোনা’। হালকা মেজাজের সেই রমকম যদিও দর্শকের মন জয় করতে পারেনি। মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। তবে নায়ক-নায়িকার সম্পর্ক নিয়ে চর্চা হয়েছিল বিস্তর। টলিপাড়ায় গুঞ্জন ছিল, একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন জিতু-শ্রাবন্তী। তাঁরা যদিও এ বিষয়ে মুখ খোলেননি। নিজেদের রসায়নকে দিয়েছিলেন বন্ধুত্বের তকমা।

    ২৮ আগস্ট জিতুর জন্মদিন। বিশেষ দিনটি হয়তো কর্মব্যস্ততার মধ্যেই কাটবে তাঁর। আপাতত তাঁকে দেখা যাচ্ছে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে। দিতিপ্রিয়া রায়ের সঙ্গে তাঁর রসায়ন চোখে পড়ার মতো। কয়েদিন আগে যদিও বিতণ্ডায় জড়িয়েছিলেন দু’জনে। ৪ আগস্ট রাতে একটি পোস্ট দিয়ে কোনও রকম নাম না করেই ২২-এর নায়িকা জানান, তাঁকে নানা সময় নানা আপত্তিজনক মেসেজ পাঠিয়েছেন নায়ক। তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রকাশ্যেই। পাল্টা দিয়েছেন জিতুও। দিতিপ্রিয়ার সঙ্গে যাবতীয় কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করে আত্মপক্ষ সমর্থনে নামেন ‘চিরদিনই তুমি যে আমার’-এর আর্য। তারপরেই টেলিপাড়া থেকে দর্শকমহল দু’ভাগে বিভক্ত। তবে জিতু জানিয়েছিলেন, দিতিপ্রিয়ার সঙ্গে তাঁর ব্যক্তিগত সমীকরণে ছেদ পড়লেও শুটিং ফ্লোরে পেশাদারিত্ব বজায় রাখতে চান ছোটপর্দার অন্যতম জনপ্রিয় নায়ক। আত্মপক্ষ সমর্থনে দিতিপ্রিয়ার সঙ্গে চ্যাটও প্রকাশ্যে এনেছিলেন তিনি।
    তারপরেই ঘটে মনোমালিন্যের অবসান। শুক্রবার একটি ফেসবুক পোস্ট করে দিতিপ্রিয়া লেখেন, "প্রোডাকশন হাউসের সহযোগিতায় আমার সহ-অভিনেতার সঙ্গে যে ভুল বোঝাবুঝি ছিল, তা মিটিয়ে নিলাম।"

    অন্য দিকে, শ্রাবন্তী ব্যস্ত ‘দেবী চৌধুরানী’ নিয়ে। ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি। শিশুশিল্পী হিসাবে ‘মায়ার বাঁধন’ ছবি দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘চ্যাম্পিয়ন’-এ জিতের নায়িকার ভূমিকায় নজর কাড়েন। তারপর আর পিছনে ফিরে তাকাননি। বক্স অফিসে একের পর এক হিট দিয়ে প্রথম সারির নায়িকাদের তালিকায় শামিল করেন নিজের নাম। বাণিজ্যিকের পাশাপাশি বিষয়ভিত্তিক ছবিতেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন নায়িকা। কিন্তু ‘দেবী চৌধুরানী’তে তিনি যা করেছেন, দর্শক আগে তা চাক্ষুষ করেনি বলেই মনে করেন ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্র। তাঁর কথায়, “শ্রাবন্তী কতটা ভাল অভিনয় করে, তা এতদিনে আমরা সকলেই দেখেছি। সব ধরনের ছবিতেই ও খুব সাবলীল। কিন্তু দেবী চৌধুরানীর জন্য ও নিজেকে পুরোপুরি ভেঙে আবার তৈরি করেছে।”
  • Link to this news (আজকাল)