জাতীয় দলে ফেরার লক্ষ্যে দলীপে অভিযান শুরু শামির, কবে ভারতের জার্সি গায়ে নামতে চান
প্রতিদিন | ২৮ আগস্ট ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার থেকে দলীপ ট্রফি দিয়ে ভারতীয় ক্রিকেটের ঘরোয়া মরশুম শুরু হয়ে যাচ্ছে। এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি নজর থাকবে একজনের উপর। মহম্মদ শামি। ইংল্যান্ড সফরের টিমে ছিলেন না। অস্ট্রেলিয়া সফরেও চোটের জন্য খেলতে পারেননি শামি। এশিয়া কাপের টিমে তাঁকে রাখা হয়নি।
শামি একটা ব্যাপার বুঝে গিয়েছেন। ভারতীয় দলে ফেরার জন্য এই টুর্নামেন্ট তাঁর কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। ঘরোয়া টুর্নামেন্টে খেলেই ফিরতে চান তিনি। সাহসপুরে নিজের ফার্মহাউসে পিচ তৈরি করেছেন। সেখানেই নেটে বোলিং করেছেন। ট্রেনিং করে দলীপের জন্য নিজেকে প্রস্তুত করেছেন। ঘরের মাঠে দুটো টেস্ট সিরিজ রয়েছে। অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে ভারত। তারপর নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সিরিজ রয়েছে। প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে অবশ্য ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে যাবে। সেখানে ওয়ান ডে আর টি-টোয়েন্টি সিরিজ।
শামির ঘনিষ্ঠমহলে খোঁজ নিয়ে জানা গেল,তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ থেকেই জাতীয় দলে ফিরতে চাইছেন। ওই সিরিজকেই পাখির চোখ করেছেন তারকা পেসার। আর তিনি নিজেও জানেন দলীপের ম্যাচগুলো তাঁর কাছে অ্যাসিড টেস্ট। বেঙ্গালুরুতে প্রথম ম্যাচে পূর্বাঞ্চলের প্রতিপক্ষ উত্তরাঞ্চল। উত্তরাঞ্চলের ক্যাপ্টেন করা হয়েছিল শুভমান গিলকে। কিন্তু অসুস্থতার জন্য শুভমান খেলছেন না। তবে গিল না থাকলেও অর্শদীপ সিং, হর্ষিত রানা রয়েছেন। স্বাভাবিকভাবে তাঁদের উপরও যে নির্বাচকদের নজর থাকবে, সেটা বলে দেওয়াই যায়। এশিয়া কাপের স্কোয়াডে রয়েছেন অর্শদীপ আর হর্ষিত। দু’জনেই শুধু দলীপের প্রথম ম্যাচে খেলবেন বলেই শোনা গেল।