• মেয়ো রোডে আসার পথে ট্রেনে আক্রান্ত তৃণমূলের ছাত্রনেতা
    এই সময় | ২৮ আগস্ট ২০২৫
  • তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ট্রেনের ভিতরে হামলার অভিযোগ। আক্রান্ত ডানকুনি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অর্ণব রায়। আহত হন ওই ওয়ার্ডেরই রাজ রায় নামে আরও এক যুবক।

    ডানকুনি ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শুভজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, মেয়ো রোডের উদ্দেশে যাচ্ছিলেন তাঁরা। ১১টা ২০-এর বারুইপাড়া লোকালে ছিলেন তাঁরা। সকলে জয় বাংলা স্লোগান দিতে দিতে আসছিলেন। ট্রেন লিলুয়া স্টেশন ছাড়তেই ট্রেনের ভিতরে থাকা এক ব্যক্তি অর্ণবদের উপরে চড়াও হন বলে অভিযোগ। ওই ব্যক্তির পিঠে ব্যাগ ছিল। হঠাৎই মারতে শুরু করেন তিনি। একজনের মাথা ফেটে যায়, রক্তাক্ত হন দ্বিতীয় জনও।

    পরে হাওড়া হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় কলকাতায় এসএসকেএম হাসপাতালে। আরপিএফের কাছে অভিযোগ জানাবেন বলেও জানান তাঁরা।

    এই ঘটনায় বিজেপি যুক্ত থাকতে বলে মনে করছে তৃণমূল। পাল্টা বিজেপির দাবি, এ ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। নিজেরা মারামারি করে এখন বিজেপির নাম বলছে।

  • Link to this news (এই সময়)