• OBC ইস্যুতে বিচার ব্যবস্থার একাংশকে কাঠগড়ায় তুললেন অভিষেক
    এই সময় | ২৮ আগস্ট ২০২৫
  • ওবিসি ইস্যুতে বিচার ব্যবস্থার একাংশকে কাঠগড়ায় তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে যোগ দিয়ে কার্যত কড়া আক্রমণ করেন তিনি। বিচার ব্যবস্থার একাংশ কী ভাবে বাংলার ছাত্র- যুবসমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চাইছে বলে তিনি ক্ষোভ প্রকাশও করেন।একই সঙ্গে SIR নিয়ে তৃণমূল সরকারের অবস্থানও স্পষ্ট করেছেন তিনি।

    এ দিনের সভা থেকে অভিষেক বলেন, ‘বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে, তৃণমূলকে শিক্ষা দিতে গিয়ে কলকাতা বিচার ব্যবস্থার একাংশ বাংলার ছাত্র-যুবসমাজের জীবনে অন্ধকার নামিয়ে আনার চেষ্টা করেছিল। সুপ্রিম কোর্টে আমরা গিয়েছি। সেখান থেকে স্টে অর্ডার পাওয়ার পরই এক ঘণ্টার মধ্যে রাজ্য সরকার প্রক্রিয়া শুরু করে।’

    মেয়ো রোডে এ দিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কিছু মানুষ মামলা করে ভর্তি প্রক্রিয়া এবং ফল প্রকাশ বন্ধ করে দিচ্ছে। তার পরে আমাদেরকেই বদনাম করছে। রাজনৈতিক ভাবে তারা আমাদের সঙ্গে লড়াই করতে পারছে না। পিছন থেকে তারা নিয়োগপ্রক্রিয়া বন্ধ করছে।’

    অন্য দিকে SIR নিয়ে সুর সড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, SIR নিয়ে আমাদের লড়াই চলবে। বাংলা থেকে যদি একজনেরও ভোটাধিকার বাদ দেওয়ার চেষ্টা করে বিজেপি সরকার। তা হলে ১০ লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ ঘেরাও করে তৃণমূল কত ধানে কত চাল তা প্রমাণ করবে।

    প্রসঙ্গত, জুন মাসে OBC-র নতুন তালিকা-সহ রাজ্য ওই সংক্রান্ত যত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেগুলির উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাই কোর্ট। ৩১ জুলাই পর্যন্ত এই নির্দেশ বলবৎ রাখার নির্দেশ দেওয়া হয়। রাজ্য পোর্টাল চালু করে সমস্ত দপ্তরে কাস্ট সার্টিফিকেট জমা দেওয়ার আবেদন করতে বলেছিল। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই নির্দেশের উপরেও স্থগিতাদেশ দেয়।

    উল্লেখ্য, ২০১০ সালের পর থেকে যাঁদের ওবিসি-তে নথিভুক্ত করা হয়েছে, তাঁদের শংসাপত্র বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। ২০১০ সালের আগে পর্যন্ত যে ৬৬টি জনগোষ্ঠী অন্যান্য অনগ্রসর শ্রেণির অন্তর্ভুক্ত ছিল তাদের শংসাপত্র গ্রাহ্য হবে চাকরির নিয়োগ কিংবা কলেজে ভর্তিতে। বাকিদের সার্টিফিকেট গ্রাহ্য না হওয়ার কারণে অসুবিধায় পড়েছেন বড় সংখ্যক শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। এ দিন সভা থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিচার ব্যবস্থার একাংশকে তুলোধনা করেন।

  • Link to this news (এই সময়)