ছোটোদের আধার কার্ডে বড় আপডেট, এখনই না জানলে বিপদ বাড়বে
আজকাল | ২৮ আগস্ট ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দেশজুড়ে সব স্কুলকে ৫ বছর ও ১৫ বছর বয়সী শিশুদের সময়মতো আধার বায়োমেট্রিক আপডেট নিশ্চিত করার নির্দেশ দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, UIDAI প্রধান ভুভনেশ কুমার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের চিঠি লিখে স্কুলে বিশেষ শিবির আয়োজন করে বকেয়া কাজ সম্পূর্ণ করার আহ্বান জানিয়েছেন।
UIDAI জানিয়েছে, যদি নির্ধারিত সময়ে বায়োমেট্রিক আপডেট না করা হয়, তবে সংশ্লিষ্ট আধার নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। তবে ৭ বা ১৭ বছর বয়স পর্যন্ত বায়োমেট্রিক তথ্য আপডেট বিনা খরচে করা যাবে। ৫ থেকে ৭ বছর বয়সে করা বায়োমেট্রিক আপডেটকে বলা হয় MBU 1। এটি সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু ৭ বছরের পর আপডেট করতে চাইলে এর জন্য ১০০ টাকা চার্জ নেওয়া হয়। ১ সেপ্টেম্বর থেকে এই চার্জ বাড়িয়ে ১২০ টাকা করা হচ্ছে। ১৫ থেকে ১৭ বছর বয়সে করা বায়োমেট্রিক আপডেটকে বলা হয় MBU 2। এটিও বিনামূল্যে। তবে ১৭ বছর বয়সের পর আপডেট করতে চাইলে খরচ দিতে হবে।
UIDAI প্রধান ভুভনেশ কুমার বলেন, “সরকারি রেকর্ড নিয়মিত আপডেট করলে নাগরিকদের ডেটার সামগ্রিক যথার্থতাও বাড়ে।” সরকার সতর্ক করে জানিয়েছে, দেরিতে আপডেট করলে শিক্ষার্থীরা NEET, JEE বা CUET-এর মতো পরীক্ষায় রেজিস্ট্রেশনের সময় অথবা সরকারি প্রকল্প ও বৃত্তির সুবিধা নিতে গিয়ে সমস্যায় পড়তে পারে। আগে থেকেই আপডেট করে রাখলে শেষ মুহূর্তের ভিড় ও অভিভাবক-শিক্ষার্থীদের উৎকণ্ঠা এড়ানো সম্ভব।
প্রক্রিয়াটি দ্রুত করতে UIDAI শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে। Unified District Information System for Education Plus প্ল্যাটফর্মের মাধ্যমে বকেয়া আপডেটগুলোর অবস্থা এখন স্কুলগুলো সরাসরি ট্র্যাক করতে পারবে। ইতিমধ্যেই এই সিস্টেমে স্কুল, শিক্ষক ও শিক্ষার্থীদের জাতীয় তথ্যভান্ডার রয়েছে। এখন স্কুলগুলো দেখতে পারবে কোন শিক্ষার্থীদের আধার বায়োমেট্রিক আপডেট বাকি রয়েছে। বর্তমানে প্রায় ১৭ কোটি আধার নম্বরে MBU প্রয়োজন।
কুমার ব্যাখ্যা করেছেন নতুন পদক্ষেপের যুক্তি “ভাবা হয়েছিল স্কুলভিত্তিক শিবিরের মাধ্যমে বকেয়া MBUs শেষ করা সহজ হবে। কিন্তু মূল প্রশ্ন ছিল, স্কুলগুলো কীভাবে জানবে কোন শিক্ষার্থীরা এখনও আপডেট করেনি? UIDAI এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের প্রযুক্তি দল মিলে UDISE+ অ্যাপ্লিকেশন-এর মাধ্যমে সমাধান বের করেছে। এখন সব স্কুল বকেয়া MBUs দেখতে পারবে।”
এছাড়া UIDAI-র উত্তর-পূর্ব আঞ্চলিক কার্যালয় অভিভাবক ও অভিভাবকদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তা দিয়েছে। সেখানে বলা হয়েছে, “আপডেটেড বায়োমেট্রিক-সহ আধার ব্যবহারের মাধ্যমে সহজেই স্কুলে ভর্তি, প্রবেশিকা পরীক্ষার রেজিস্ট্রেশন, বৃত্তি ইত্যাদির সুবিধা পাওয়া যায়।”