২৮ সেপ্টেম্বর, ইটানগর: সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল অরুণাচলপ্রদেশ। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৩.৬। এদিন সকালে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে এই তথ্য জানানো হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৮টা বেজে ৫ মিনিটে অরুণাচল প্রদেশের কামেং জেলার ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে ছিল এই কম্পনের উৎসস্থল। সাধারণত ৩.৬ রিখটার স্কেলের কম্পনকে অপেক্ষাকৃত কম শক্তিশালী ভূমিকম্প হিসেবেই ধরা হয়। ফলে এই কম্পনে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।উল্লেখ্য বিষয় হল, ভূমিকম্পের তীব্রতা বেশি না থাকলেও, সাতসকালে কম্পনের জেরে আতঙ্কিত হয়ে পড়েন বেশ কিছু বাসিন্দা। বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়াতেও নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন।