• পাড়ায় সমাধান শিবিরে কেঁদে রাস্তা সংস্কারের দাবি আদায় করলেন মহিলা
    বর্তমান | ২৮ আগস্ট ২০২৫
  • উজ্জ্বল রায়, ধূপগুড়ি: ‘রাস্তায় কাদা, ছেলেরা স্কুলে যেতে চায় না’। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে এসে এ কথা বলেই হাউহাউ করে কেঁদে ফেললেন মহিলা। যা দেখে পাড়ায় সমাধান ক্যাম্পে থাকা সরকারি কর্মীরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে যান। মহিলার কান্না দেখে শিবির থেকে রাস্তা সংস্কারের প্রস্তাব নথিভুক্ত করা হয়। অবশেষে শান্ত হন মহিলা। বুধবার নজিরবিহীন এই ঘটনা ঘটেছে ধূপগুড়ির বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতে। মধ্য বড়াগাড়ি বিএফপি প্রাথমিক বিদ্যালয়ে এদিন বসেছিল পাড়ায় সমাধান ক্যাম্প। হন্তদন্ত হয়ে ক্যাম্পে আসেন দক্ষিণ খয়েরবাড়ির মহিলা সনতা বিশ্বাস। তিনি অভিযোগের সুরে বলেন, দক্ষিণ খয়েরবাড়ি থেকে বাড়ি যাওয়ার প্রায় এক কিমি রাস্তায় এতটাই কাদা যে দুই ছেলে স্কুলে যেতে চাইছে না। এই বলে কান্না জুড়ে দেন তিনি। এলাকায় বিজেপির পঞ্চায়েত সদস্য আছেন। তাঁকে সহ বারবার প্রশাসনের বিভিন্ন মহলে জানানোর পরেও রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি, অভিযোগ তাঁর। বিশেষ করে বেশি বৃষ্টি হলে চলাচল করাই দায় হয়ে পড়ে। ফলে ক্লাস সেভেনে ও নাইনে পড়া দুই সন্তান স্কুলে যেতে চাইছে না। গ্রামের অন্যরাও একই সমস্যার সম্মুখীন, বলেন সনতা। মহিলার কান্না দেখে উপস্থিত আধিকারিকরা তৎক্ষণাৎ রাস্তা সংস্কারের উদ্যোগ নেন। তারপর শান্ত হন সনতা। তিনি বলেন, শুনেছি পাড়ায় সমাধান ক্যাম্পে এলেই সমস্যার সমাধান হয়। তাই কাজ ফেলে এখানে এসে মনের কথা বললাম। অবশেষে সমাধান হল। এদিনই এই সমস্যার বিষয়টি জানতে পারেন ধূপগুড়ির বিডিও সঞ্জয় প্রধান। তিনি বলেন, খুব শীঘ্রই ওই রাস্তা সংস্কার হবে। ওই মহিলার বুথের পঞ্চায়েত সদস্য তথা বিজেপির আশিস কর্মকার বলেন, আমি নিজেও বারবার রাস্তা সংস্কারের কথা পঞ্চায়েত অফিসে বলেছি, কিন্তু কেউ শোনেননি। যদিও ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দীপু রায় বলেন, এটা ওই এলাকার পঞ্চায়েত সদস্যর ব্যর্থতা। আর পাড়ায় সমাধান শিবিরে যে অনেক সমস্যার সমাধান হচ্ছে এটা তারই একটা উদাহরণমাত্র। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)