গণেশ চতুর্থীর পরের দিন শালবনির জঙ্গলে উদ্ধার মৃত হস্তি শাবক
বর্তমান | ২৮ আগস্ট ২০২৫
সংবাদদাতা, মেদিনীপুর: গণেশ চতুর্থীর পরের দিনই মর্মান্তিক ঘটনা। শালবনির জঙ্গলে উদ্ধার হল মৃত হস্তি শাবকের দেহ। বৃহস্পতিবার সকালে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে বনদপ্তর।জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বনবিভাগের আড়াবাড়ি রেঞ্জের মিরগা বিটের অন্তর্গত শালবনির মিরগার জঙ্গলে ওই হস্তি শাবকের দেহ উদ্ধার করা হয়েছে। বনদপ্তরের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের পরই হস্তি শাবকের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।বনদপ্তর সূত্রেই খবর, বুধবার রাতে প্রায় ৪০-৫০টি হাতি শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালের পিছনের মাঠে ঘোরাঘুরি করছিল। মনে করা হচ্ছে, ভোরের দিকে ওই দলটিই মিরগার জঙ্গলে ঢোকে। সেখানেই কোনও ভাবে একটি শাবকের মৃত্যু হয়েছে।স্থানীয় সূত্রে দাবি, ভোররাতের দিকে তাঁরা একাধিকবার হাতির ব্যাপক চিৎকার শুনেছিলেন। আড়াবাড়ি রেঞ্জের রেঞ্জ অফিসার বাবলু মান্ডি জানিয়েছেন, সাধারণত হাতিরা কোনও সমস্যা বা দুর্ঘটনার কবলে পড়লে এমন চিৎকার করে। মূলত ওই চিৎকার শুনেই বন কর্মীরা জঙ্গলে প্রবেশ করেন। কিন্তু গিয়ে দেখেন শাবকটির মৃত্যু হয়েছে।ঠিক কী কারণে হস্তি শাবকের মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়। বেশি খাবার খেয়ে ফেলার কারণেও প্রাণীটি মারা যেতে পারে বলে প্রাথমিক অনুমান। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছেন বন কর্মীরা।