তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে যোগ দিতে আসার সময় আক্রান্ত দুই টিএমসিপি কর্মী
বর্তমান | ২৮ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে যোগ দিতে আসার সময় লিলুয়ায় ট্রেনের ভেতরে আক্রান্ত দুই টিএমসিপি কর্মী। আক্রান্ত এক কর্মীর নাম অর্ণব রায়। তিনি ডানকুনি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের টিএমসিপি প্রেসিডেন্ট বলে জানা গিয়েছে। অপর আক্রান্তের নাম রাজ রায়। তিনি একটি স্কুলের পড়ুয়া। জানা গিয়েছে, সকাল ১১টা নাগাদ বারুইপাড়া লোকাল করে ডানকুনি থেকে তৃণমূল ছাত্র পরিষদের একটি দল হাওড়া স্টেশনের দিকে আসছিল। টিএমসিপি কর্মীরা ট্রেনের কামরার ভেতরে দলীয় স্লোগান দিচ্ছিলেন। অভিযোগ, লিলুয়া পার করার পর ট্রেনের গতি কমলে আচমকা কয়েকজন কামরায় উঠে আসে। এক ব্যক্তি প্রথমে ওই স্কুল পড়ুয়ার মাথায় পাথর দিয়ে মারে। এরপরেই আক্রান্ত হন টিএমসিপি ওয়ার্ড প্রেসিডেন্ট অর্ণব রায়। অভিযোগ, জয় বাংলা স্লোগান তোলায় হিন্দিভাষী কয়েকজন তেড়ে এসে এই আক্রমণ চালায়।হামলার পরেই রক্তাক্ত অবস্থায় দুজনকে হাওড়া স্টেশনে নিয়ে আসা হলে দীর্ঘক্ষণ অ্যাম্বুলেন্স আসেনি বলে অভিযোগ। এরপর এই দুই কর্মীকে হাওড়া হাসপাতালে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা করা হয়। অর্ণবকে ইতিমধ্যেই কলকাতার এস এসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।