সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমবেদনা জানাতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে বিহারের গ্রামোন্নয়ন মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক। গ্রামবাসীদের তাড়া খেয়ে রীতিমতো ধুতি ধরে দৌড়ে প্রাণ বাঁচান তাঁরা। বুধবার এমনই ঘটনা ঘটেছে বিহারের নালন্দা জেলার মালাওয়ান গ্রামে। সম্প্রতি গ্রামের ৯ বাসিন্দা একটি দুর্ঘটনায় মারা যান। মৃতদের পরিবারকে সমবেদনা জানাতে ওই গ্রামে গিয়েছিলেন বিহারের মন্ত্রী শ্রবণ কুমার ও বিধায়ক কৃষ্ণা মুরারি। কিন্তু তারপরই ঘটে যায় এই অপ্রীতিকর ঘটনা।
জানা যাচ্ছে, মন্ত্রী ও বিধায়ক যখন ওই গ্রাম থেকে বেরনোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখন গ্রামবাসীরা আরও কিছুক্ষণ থাকতে অনুরোধ করেন তাঁদের। মন্ত্রী শ্রবণ কুমার গ্রামের মানুষকে জানান, তাঁদের অন্য কর্মসূচি রয়েছে। সেখানে পৌঁছতে হবে। এরপরই ক্ষতিপূরণ ও অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ বাবদ আর্থিক সাহায্যের দাবি তুলে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাঁশ-লাঠি ও পাথর নিয়ে তাঁরা মন্ত্রী, বিধায়ককে প্রায় এক কিলোমিটার ধাওয়া করেন বলে অভিযোগ।নিরাপত্তারক্ষীদের সাহায্য নিয়ে শ্রবণ কুমার ও কৃষ্ণা মুরারি পালানোর চেষ্টা করেন। দু’বার গাড়ি পরিবর্তন করতে হয়, শেষে তৃতীয় গাড়িতে চড়ে কোনওরকমে পালিয়ে আসেন তাঁরা। পালানোর সময় গ্রামবাসীদের আক্রমণে বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী আহত হন বলেই অভিযোগ উঠছে। ইতিমধ্যেই সেই হামলার দৃশ্য সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
পরে পুলিশ হস্তক্ষেপ করে তাঁদের নিরাপদে সরিয়ে নিয়ে যায়। ইতিমধ্যেই বিহারের শাসকদল এই হামলাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছে। তারা জানিয়েছে, ইতিমধ্যে প্রতিটি পরিবারের হাতে ২০ হাজার টাকা প্রাথমিক ভাবে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। বাকি টাকাও খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, সাম্প্রতিককালে এই নিয়ে দ্বিতীয়বার বিহারের কোনও মন্ত্রী আক্রান্ত হলেন। কয়েকদিন আগেই আরেক মন্ত্রী পাটনায় আন্দোলন চলাকালীন বিক্ষুব্ধদের পাথর হামলার মুখে পড়েছিলেন। সামনেই বিহারে বিধানসভা ভোট। তার আগে নীতীশ সরকারের মন্ত্রী ও বিধায়কের উপর এই আক্রমণের ছবি যে চিন্তায় রাখবে শাসকদল জেডিইউকে তা বলার অপেক্ষা রাখে না।