‘স্বামীর ৪০ বছরের ব্যবসা, দুর্নীতির টাকা নেই’, ইডি জেরার আগে দাবি জীবনকৃষ্ণের পিসির
প্রতিদিন | ২৮ আগস্ট ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়ঞ্চার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গ্রেপ্তারির পরই ইডির নজরে তাঁর পিসি তথা কাউন্সিলর মায়া সাহা। বৃহস্পতিবার কলকাতায় ইডির দপ্তরে হাজিরা দেন তিনি। তবে প্রবেশের আগে সাংবাদিকদের কাছে দাবি করলেন, তিনি কোনও দুর্নীতি করেননি। তাঁর দাদা, অর্থাৎ জীবনকৃষ্ণের বাবা তাঁর বিরুদ্ধে যা দুর্নীতির অভিযোগ তুলছেন সবটাই ভিত্তিহীন বলেই দাবি মায়ার। তিনি বললেন, “স্বামীর ৪০ বছরের ব্যবসা, দুর্নীতির টাকা নেই।”
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহার বাড়ি, বীরভূমের সাঁইথিয়াতেও তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারীরা। মায়া সাহা সাঁইথিয়া পুরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর। জীবনকৃষ্ণের সঙ্গে নিয়োগ দুর্নীতিতে তিনিও যুক্ত, এই অভিযোগে ইডি তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। ঘটনার দিন সন্ধ্যায় জীবনকৃষ্ণের বাবা বোনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। দাবি করেন, তাঁর ছেলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির সঙ্গে যোগ রয়েছে বোনেরও। এলাকায় একাধিক জমি দখলের অভিযোগও করেন।
বৃহস্পতিবার এই সিজিও কমল্পেক্সে ঢোকার মুখে এই অভিযোগ কার্যত উড়িয়ে দিলেন মায়া সাহা। তাঁর দাবি, তাঁর স্বামীর ৪০ বছরের ব্যবসা। ফলে দুর্নীতির টাকার কোনও প্রশ্নই নেই। পাশাপাশি তাঁর বিপুল সম্পত্তি নেই বলেও দাবি করলেন। বললেন, “অল্প কিছু জায়গা জমি আছে।” দাদা পুরোপুরি মিথ্যে বলছে বলেও দাবি তাঁর।