খেজুরির দুই বিজেপি কর্মীর মৃত্যু মামলায় CID তদন্তের নির্দেশ চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে নিহতদের পরিবার
প্রতিদিন | ২৮ আগস্ট ২০২৫
গোবিন্দ রায়: খেজুরির দুই বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে নিহতদের পরিবার। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দেন। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে নিহতদের পরিবার। শুক্রবার মামলার শুনানির সম্ভবনা।
চলতি বছরের ১১ জুলাই, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে পূর্ব মেদিনীপুরের খেজুরির বছর তেইশের সুজিত দাস এবং পঁয়ষট্টি বছর বয়সি চন্দ্র পাইকের মৃত্যু হয়। সুজিত পূর্ব ভাঙনমারি গ্রামের বাসিন্দা। চন্দ্র ঝাঁটিহারির বাসিন্দা। খবর পেয়ে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় খেজুরি থানার পুলিশ। প্রাথমিক অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয়। স্থানীয়দেরও একই দাবি ছিল। তাঁরা জানান, অনুষ্ঠানস্থলের কাছে একটি হ্যালোজেন লাইট খুলে পড়ে দুই ব্যক্তির উপর। তার জেরে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন দু’জন। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি ছিল, ওই ব্যক্তিদের পরিকল্পনামাফিক খুন করা হয়েছে। বিজেপির দাবি, মৃতদেহগুলিতে আঘাতের চিহ্ন ছিল। তাই তার যথাযথ তদন্ত চেয়ে হাই কোর্টে মামলা দায়ের হয়।
গত সোমবার সোমবার এই সংক্রান্ত শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজকর্ম নিয়ে রীতিমতো তুলোধোনা করেন। তাঁর মন্তব্য ছিল, সিবিআই গ্যালারি শো করছে। ওইদিন মামলাকারী দাবি করে বলেছিলেন, “সিবিআই তদন্ত চাইছি। আমাদের রাজ্য পুলিশে ভরসা নেই।” তা শুনে বিচারপতির পর্যবেক্ষণ, এখন সিবিআই গ্যালারি শো করছে। পরে এনিয়ে পুনর্বিবেচনা করা যেতে পারে। এরপরই তিনি কার্যত ঘোষণা করেছিলেন, ডিআইজি, সিআইডির তত্ত্বাবধানে একটি দল গঠন করে তদন্ত এগিয়ে নিয়ে যাবে। মঙ্গলবার ওই মামলায় হাই কোর্টের রায়ে তদন্তভার পায় সিআইডি। সেই নির্দেশের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে নিহতদের পরিবার।