৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, SSC মামলায় কড়া সুপ্রিম কোর্ট
হিন্দুস্তান টাইমস | ২৮ আগস্ট ২০২৫
এসএসসি শিক্ষক নিয়োগ মামলায় হাইকোর্টের কড়া ভর্ৎসনার মুখে কমিশন। আগামী ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে রাজ্য এবং কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এরই সঙ্গে বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, কোনও অযোগ্য চাকরিপ্রার্থী যাতে এই পরীক্ষায় না বসতে পারে, তা নিশ্চিত করতে হবে কমিশনকে। এই গোটা পরীক্ষা প্রক্রিয়ার ওপর সুপ্রিম কোর্ট নজর রাখছে বলে জানান বিচারপতিরা। নিয়োগ প্রক্রিয়ায় কোনও গাফিলতি থাকলে শীর্ষ আদালত হস্তক্ষেপ করবে বলেও জানিয়েছে।
উল্লেখ্য, আগামী ৭ সেপ্টেম্বর পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরিপ্রার্থী। সেই মামলার শুনানির সময়ই মামলাকারীরা অভিযোগ করেন, এখনও অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে। এই আবহে কমিশনকে ভর্ৎসনা করে শীর্ষ আদলত। এই আবহে এসএসসিকে প্রশ্ন করা হয়, কেন এখনও অযোগ্যদের নাম প্রকাশ করেনি এসএসসি? কেন অযোগ্যদের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কমিশন? এদিকে উল্লেখিত মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, সূচি অনুযায়ী আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর পরীক্ষা হবে। সঙ্গে আদালত এও স্পষ্ট করেছে, কোনওভাবে অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না। এদিকে ২ তারিখ পর্যন্ত যোগ্যরা পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। তারপর অ্যাডমিট কার্ড দিয়ে দিতে হবে।
উল্লেখ্য, ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল হয়েছিল আদালতের নির্দেশে। এই আবহে ২৬ হাজার শিক্ষক চাকরিহারা হয়েছেন। আপাতত যোগ্য শিক্ষকদের চাকরি রয়েছে ডিসেম্বর পর্যন্ত। তবে চাকরি বাঁচাতে তাঁদের পরীক্ষায় বসতেই হবে। শীর্ষ আদালত জানিয়েছিল, পর্যাপ্ত তথ্য হাতে না আসায় যোগ্য এবং অযোগ্যদের মধ্যে পৃথকীকরণ করা যায়নি। কয়েকজন একেবারে দাগি হিসেবে চিহ্নিত করা গিয়েছে। এই আবহে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত ৩০ মে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল স্কুল সার্ভিস কমিশন।