• কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু, তবে স্থগিত হল বর্ধমানের পরীক্ষা
    হিন্দুস্তান টাইমস | ২৮ আগস্ট ২০২৫
  • নির্দিষ্ট সময়সূচি মেনেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হল আজ। ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আর তাই আজ পরীক্ষা না নেওয়ার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে দাবি জানিয়েছিল শাসকদলের ছাত্র সংগঠন। তবে সেই দাবি না মেনে নিয়ম মতো নির্দিষ্ট দিনেই পরীক্ষা অনুষ্ঠিত করার ক্ষেত্রে অনড় থাকেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত। এমনকী উচ্চশিক্ষা দফতরের তরফ থেকেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে অনুরোধ করা হয়েছিল পরীক্ষার দিনক্ষণ বদলের জন্য। তবে সিন্ডিকেটে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে দিয়ে অবস্থান থেকে সরে আসেনি কলকাতা বিশ্ববিদ্যালয়।

    আজ সব মিলিয়ে ৮১টা কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য ও আইনের পরীক্ষা হচ্ছে আজ। এরই মধ্যে বহু কলেজের গেট থেকে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা মিছিল করে রওনা হয়েছে মেয়ো রোডের গান্ধী মূর্তির উদ্দেশে। সেখানেই আজ তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সভা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে আজকের দিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। একদিকে যেখানে বিরোধী দলগুলি এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে, সেখানে তৃণমূলের নেতা-মন্ত্রীরা এই পদক্ষেপের বিরোধিতা করেছে।

    আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিকম এবং বিএ-এলএলবির চতুর্থ সেমেস্টারের পরীক্ষা হচ্ছে। রাজনৈতিক তরজা এবং পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি প্রসঙ্গে এর আগে শান্তা দত্ত বলেছিলেন, বিভিন্ন সরকারি ছুটির কথা মাথায় রেখে আগেভাগেই পরীক্ষার সূচি তৈরি করা হয়। সরকারি ক্যালেন্ডারে তো ২৮ অগস্টে কোনও ছুটি দেওয়া হয়নি। তাই ২৮ অগস্ট পরীক্ষাও দেওয়া হয়। কিন্তু সেদিনের পরীক্ষা না নিলে পুরো সূচি ঘেঁটে যাবে। তিনি আরও জানিয়েছিলেন, ২৮ অগস্টের দিনক্ষণ পরিবর্তনের সিদ্ধান্ত তাঁর হাতে নেই। সিন্ডিকেটের বৈঠকেই সকলে মিলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

    এদিকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ও আজ পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছিল। তবে বৃহস্পতিবার সকালে হঠাৎই নোটিস দিয়ে জানানো হয়, অনিবার্যকারণবশত পরীক্ষা আজকের জন্য স্থগিত। এদিকে আজকের এই পরীক্ষা নেওয়া হবে, সেটা এখনও জানানো হয়নি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)