• '৭৫ হলেই অবসর আমি কখনও বলিনি', বেমালুম ভোলবদল মোহন ভগবতের! স্বস্তি মোদির? ...
    আজকাল | ২৯ আগস্ট ২০২৫
  • কী বলেছিলেন ভগবত?গত জুলাই মাসেই মোহন ভগবতের অবসরের বয়সসীমা নিয়ে বিতর্ক দানা বাঁধে। আরএসএস প্রধান বলেছিলেন, "মোরোপন্ত একবার বলেছিলেন, যখন ৭৫-এর শাল গায়ে পড়ে, আপনার থেমে যাওয়া উচিত। তার মানে আপনার বয়স হয়েছে। সরে যান। আমাদের কাজ করতে দিন।"

    ভগবতের এই মন্তব্য ঘিরেই আসরে মেনে পড়েন বিরোধীরা। আসন্ন সেপ্টেম্বরেই মোদির ৭৫ বছর বয়স হয়ে যাবে। বিরোধীদের দাবি, সংঘ প্রধান আসলে পরোক্ষে প্রধানমন্ত্রীকে অবসরগ্রহণের বার্তা দিতে চেয়েছিলেন। 

    মোহন ভগবতের কথায় নতুন করে অবসর জল্পনা শুরু হতেই মাঠে নেমে পড়েন খোদ অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে জানিয়েছিলেন, ৭৫ হলেই অবসর- বিজেপির সংবিধানে এমন কোনও নিয়ম নেই। তাই ৭৫ বছরে মোদি অবসর নেবেন না। ২০২৯ সালের লোকসভা নির্বাচনেও দলকে নেতৃত্ব দেবেন মোদিই।  

    আগের দাবি নস্যাৎ ভগবতের:আরএসএস-এর ১০০ বছর পূর্তি উপলক্ষে এক সংবাদিক বৈঠকে মোহন ভগবত দাবি করেন যে, তিনি এমন কখনও বলেননি যে তিনি অবসর নেবেন বা অন্য কারও অবসর নেওয়া উচিত। তিনি বলেন যে সংঘের স্বেচ্ছাসেবকরা তাদের বয়স নির্বিশেষে যা-ই বলুক না কেন, তাই করেন। তাঁর কথায়, "আমি কখনও বলিনি যে আমি অবসর নেব বা কারও অবসর নেওয়া উচিত। সংঘে, আমাদের যা করতে দেওয়া হয় তাই করি, আমরা চাই বা না চাই। আমার বয়স যদি ৮০ বছর হয় এবং সংঘ বলে যে 'শাখা' চালাও, আমাকে তা করতে হবে। সংঘ আমাদের যা করতে বলবে আমরা তাই করি।"  

    প্রধানমন্ত্রী মোদির সঙ্গেই মোহন ভাগবত-ও আসন্ন সেপ্টেম্বরে ৭৫ বছর পূর্ণ করবেন।
  • Link to this news (আজকাল)