মোবাইল চুরিকে কেন্দ্র করে দাদা-ভাইয়ের মধ্যে অশান্তি, নিহত ২, জখম আরও চার
বর্তমান | ২৯ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: সস্তার হ্যান্ডসেট মোবাইলের দাম দুটি প্রাণ! মোবাইল চুরিকে কেন্দ্র করে দাদা-ভাইয়ের ঝামেলায় প্রাণ গেল ২ জনের। জখম আরও ৪ জন। বুধবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্ৰাম ব্লকের পাতিনা গ্ৰামের সিংধুই গ্ৰামে।জানা গিয়েছে, ওই গ্রামেরই বাসিন্দা বুধিয়া নায়েক ও সারুপ নায়েকের মধ্যে গত বেশ কয়েকদিন ধরেই মোবাইল ফোন চুরি নিয়ে অশান্তি চলছিল। তাঁরা দুজনে সম্পর্কে দাদা-ভাই। কিন্তু বুধবার বিকেলে দুই পরিবারের সদস্যরা আলোচনায় বসলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ আচমকাই বড় ভাই বুধিয়া নায়েক, তাঁর দুই ছেলে কালীপদ ,বাবুল নায়েক এবং জামায় সুনিয়া নায়েক কুড়ুল দিয়ে ছোট ভাই সারুপ নায়েক (৫৫) ও তাঁর পরিবারের উপর হামলা চালায়। কুড়ুলের আঘাতে সারুপের পাশাপাশি মৃত্যু হয় তাঁর বড় ছেলে অজয় নায়েকেরও(৩৫)। অন্যদিকে, জখম হন সারুপের স্ত্রী আরতি নায়েক ও তাঁর তিন ছেলে তাপস , সঞ্জয় ও লক্ষ্মী নায়েক। জখমদের নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিস সূত্রে জানা গিয়েছে, বাবলু ও সুনিয়া প্রামাণিককে ইতিমধ্যেই খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।