• মুর্শিদাবাদে গ্রেপ্তার অস্ত্র কারবারি, উদ্ধার পিস্তল-পাইপগান
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ভিনরাজ্য থেকে মুর্শিদাবাদের বেলডাঙায় ঢুকছে আগ্নেয়াস্ত্র! পাঁচটি আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার করা হল এক দুষ্কৃতীকে। গতকাল, বুধবার মাঝরাতে ভাবতা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বেলডাঙার খিদিরপুরের বাসিন্দা আজিমুদ্দিন শেখকে। পুলিস জানিয়েছে, সে একজন কুখ্যাত অস্ত্র কারবারি। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি সেভেন এমএম পিস্তল এবং তিনটি ওয়ান শাটার পাইপ গান। এছাড়া উদ্ধার হয়েছে দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড কার্তুজ। ইতিমধ্যেই অস্ত্র আইনে দায়ের হয়েছে মামলা। এরপর আজ, বৃহস্পতিবার অভিযুক্তকে মুর্শিদাবাদ জেলা আদালতে পেশ করা হলে বিচারক দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। বেলডাঙার এসডিপিও উত্তম গড়াই বলেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলিস অভিযান চালিয়ে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। হেফাজতে নিয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। ভিনরাজ্য থেকেই এই অস্তগুলি নিয়ে আসা হচ্ছিল বলে জানা গিয়েছে। ঠিক কী উদ্দেশ্যে এগুলি মজুত করা হচ্ছিল তা আমরা খতিয়ে দেখছি। তিনি আরও বলেন, ধৃত ব্যক্তির নামে আগেও অপরাধমূলক কাজের রেকর্ড  রয়েছে। আগেও তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছিল। 
  • Link to this news (বর্তমান)