ভাঙা হাত নিয়েও আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে উপস্থিত বিধায়ক
বর্তমান | ২৯ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ভাঙা হাত নিয়ে 'আমাদের পাড়া আমাদের সমাধান' ক্যাম্প পরিদর্শন করলেন নওদার বিধায়ক শাহিনা মমতাজ খান। আজ, বৃহস্পতিবার নওদার রায়পুর অঞ্চলের ২৮ নম্বর মিরপুর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। সঙ্গে ছিলেন বিডিও দেবাশিস সরকার। এরপর চাঁদপুর অঞ্চলের পাটিকাবাড়ি হাইস্কুল এবং মধুপুর অঞ্চলের ৪৪ নম্বর গঙ্গাধারি প্রাথমিক বিদ্যালয়েও যান তিনি। প্রতিটি জায়গায় বুথে সাধারণ মানুষরা ভিড় জমিয়েছিলেন। কেউ নিজের এলাকার জন্য চেয়েছেন ঢালাই রাস্তা। কেউ আবার খেলার মাঠে পাঁচিল দাবি করেছেন। অনেকেই আবার রাস্তায় সোলার লাইট এবং জল নিকাশি ড্রেনের ব্যবস্থার দাবি জানিয়েছেন বিধায়ক ও বিডিও-র কাছে। একটি ক্যাম্পে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা ট্রাই সাইকেলের জন্যও আবেদন জানিয়েছেন। আজ বিধায়কের সঙ্গে হাজির ছিলেন তৃণমূল নেতা মনিরুল ইসলাম এবং আবদুল্লা খান-সহ অন্যান্যরাও। এদিন বিধায়ক শাহিনা বলেন, মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত এটা একটা অনন্য স্কিম। সারা দেশে এই রকম উদ্যোগ এই প্রথম। এই প্রকল্পে মানুষ নিজেদের এলাকার সমস্যাগুলিকে নিজেরাই চিহ্নিত করছেন। অগ্রাধিকার দিয়ে তালিকা তৈরি করে আমাদের কাছে সেটি তুলেও ধরেছেন। সেই তালিকা মেনেই কাজের রূপায়ণ করবে প্রশাসন। প্রতিটি বুথে বরাদ্দ হয়েছে ১০ লক্ষ টাকা।