• ‘মানুষের ভোটাধিকার কেড়ে নিতে দেব না’, সমাবেশ মঞ্চ থেকে হুঙ্কার মমতার
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৮ আগষ্ট মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ফের একবার গর্জে উঠলেন বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তরুণদের উজ্জীবিত করার মন্ত্র দিলেন তৃণমূল সুপ্রিমো। মনে করিয়ে দিলেন, আজকের নব প্রজন্মই আগামীকালের চিকিৎসক, ইঞ্জিনিয়ার, কৃষক হয়ে উঠবেন- ভবিষ্যৎ সমাজ গড়বেন তাঁরাই।একইসঙ্গে ২৮-এর মঞ্চ থেকে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা ও বিজেপির বিরুদ্ধে হঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানালেন, “জীবন থাকতে কোনও মানুষের ভোটাধিকার কেড়ে নিতে দেব না, বাংলায় এনআরসি হতে দেব না।” কেন্দ্রের বিরুদ্ধে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “ভোট এলেই এজেন্সিদের দাপট বেড়ে যায়। কিন্তু মনে রাখবেন ধমকে-চমকে বাংলাকে দমানো যায়না।”পাশাপাশি রাজ্যে তৃণমূল সরকারের কাজের ফিরিস্তি দিয়ে গিয়ে মমতা বলেন, "আমি ১ কোটি ৭২ লক্ষ মানুষকে দারিদ্র সীমার উপরে এনেছি। বিরোধিতার বাধা সত্ত্বেও রাজ্যের আয় বেড়েছে প্রায় ৫ গুণ। এখনও পর্যন্ত ১ কোটি ৩৮ লক্ষ ছাত্রছাত্রীকে সবুজ সাথী প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে।"
  • Link to this news (বর্তমান)