কলকাতা: আতঙ্কের নতুন নাম কলকাতা মেট্রো। বৃহস্পতিবার সকালে টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত দীর্ঘক্ষণ পরিষেবা না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। আর ভর সন্ধ্যায় দরজা বিভ্রাটের জেরে স্তব্ধ হয়ে গেল পরিষেবা। শোভাবাজার স্টেশনে প্রায় ৩০ মিনিট দাঁড়িয়ে রইল মেট্রো। চূড়ান্ত ভোগান্তির শিকার হলেন যাত্রীরা। স্টেশনে স্টেশনে ভিড় জমে যায়। যার জেরে চূড়ান্ত বিশৃঙ্খলা কলকাতার পাতালপথে।
মাসখানেক ধরে সমস্যা লেগেই আছে মেট্রোর দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে। প্ল্যাটফর্মের পিলারে ফাটলের কারণে কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল আপাতত বন্ধ। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চালু পরিষেবা। তার মধ্যে কখনও টানেলে জল দাঁড়িয়ে যাচ্ছে তো কখনও যান্ত্রিক ত্রুটি।
এদিন সকালেও টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত দীর্ঘক্ষণ মেট্রো পরিষেবা অমিল ছিল। আর সন্ধ্যায় সমস্যা দেখা দিল শোভাবাজার স্টেশনে। জানা গিয়েছে, সকাল থেকে সময়মতো চলছে না মেট্রো। ফলে প্রতিটি স্টেশনে প্রচণ্ড ভিড় হচ্ছে। সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রোর দরজা বন্ধ করা যাচ্ছিল না। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সমস্ত যাত্রীদের নামিয়ে রেকটি দক্ষিণেশ্বরের দিকে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে ৩০ মিনিটের বেশি পার হয়ে গিয়েছে।