• ভিক্ষা নিষিদ্ধ হচ্ছে মিজোরামে! বিরোধীদের আপত্তি উড়িয়ে বিল পাশ বিধানসভায়
    প্রতিদিন | ২৯ আগস্ট ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিক্ষা নিষিদ্ধ করতে নতুন আইন আনছে মিজোরাম সরকার। বিরোধী দলের আপত্তির মধ্যেই উত্তরপূর্বের রাজ্যটির বিধানসভায় ‘মিজোরাম ভিক্ষা নিষিদ্ধকরণ বিল, ২০২৫’ পাশ হয়ে গেল। সরকারি সূত্রে দাবি, ভিক্ষুকদের পুনর্বাসন, জীবনযাত্রার মানোন্নয়ন এবং সম্মানজনক জীবিকায় সহায়তা করাই এই বিলের লক্ষ্য।

    মিজোরামের সমাজকল্যাণ মন্ত্রী লালরিনপুই। তিনি জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে রাজ্যের ভিক্ষুকের সংখ্যা কিছুটা বেড়েছে। যা নিয়ে চিন্তিত সরকার। যদিও সৌভাগ্যের কথা হল মিজোরামে ভিক্ষুকের সংখ্যা সাধারণ ভাবে কম। গির্জা, স্বেচ্ছাসেবী সংস্থা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সম্মিলিত উদ্যোগের ফলে মাত্রাছাড়া পর্যায় পৌঁছায়নি ভিক্ষুকের সংখ্যা।

    মিজোরামের সমাজকল্যাণ দপ্তরের সমীক্ষা অনুযায়ী রাজধানী আইজলে অন্তত ৩০ জন ভিক্ষুক রয়েছেন। ভবিষ্য়তে এই সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা রাজ্য সরকারের। তা রুখতেই ‘মিজোরাম ভিক্ষা নিষিদ্ধকরণ বিল, ২০২৫ পাশ’ করানো হয়েছে। মন্ত্রী লালরিনপুইয়ের আশঙ্কা, আগামী ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাইরাং-সিহমুই রেললাইনের উদ্বোধন করবেন। এর পর অন্য রাজ্য থেকেও ভিক্ষুকেরা মিজোরামে চলে আসতে পারেন। লালরিনপুই আরও জানান, ত্রাণ পর্ষদ গঠন করে ভিক্ষুকদের প্রাথমিক ভাবে অস্থায়ী ঠিকানায় রাখা হবে। এরপর তাদের নিজ বাড়িতে বা নিজ রাজ্যে পাঠিয়ে দেওয়া হবে।

    প্রসঙ্গত, ভারতে ভিক্ষা নিষিদ্ধ নয়। তবে বিচ্ছিন্ন ভাবে একাধিক দেশের একাধিক এলাকায় প্রশাসন তা নিষিদ্ধ করেছে। যেমন, মধ্যপ্রদেশের ভোপাল এবং ইন্দোর জেলায় ভিক্ষা নিষিদ্ধ হয়েছে। মিজোরামই প্রথম রাজ্যে যেখানে ভিক্ষা নিষিদ্ধ হতে চলেছে।
  • Link to this news (প্রতিদিন)